জাগো বাংলাদেশ...... জাগো
জানি না এই বিষয়টা কয়জন জানে অথবা এখানে জিনিসটা নিয়ে কেঊ লিখসে কিনা । লিখে থাকলেও আবার বলি।
শুনলাম জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নাম পাল্টানোর জন্য সরকার কে ১২০০ কোটি টাকা জরিমানা দিতে হয়েছে। !!!!!!!!!!!!!!!! এইটার কি কোন মানে হয়? এখনো কয়জন বিমানবন্দরকে এর নতুন নামে ডাকে??? এইযে ১২০০ কোটি টাকা সরকার গচ্ছা দিল এইটার কি মানে আছে? এই টাকাতো আর সরকারের না। এই টাকাতো জনগনের।
জনগন কি আসলেই চাইসিলো বিমানবন্দরের নাম বদলাইতে ??? আর সরকার যে বিমানবন্দরের নাম জনগনের অযুহাত দিয়ে যে পাল্টাইলো ... জনগন কি তার কানে কানে এসে বলে গেছে বিমান বন্দরের নাম পাল্টান।
দয়া করে এই পোস্টটি আওয়ামী লীগ অথবা বিএনপি হিসেবে নিবেন না। আমি সরকারের ভুল তুলে ধরছি। কোন নির্দিষ্ট রাজনীতিক মহলের কথা বলতে চাচ্ছি না।
এইযে ১২০০ কোটি টাকা কি বিদ্যুত উতপাদনের জন্য ব্যয় করা যেত না?? নাকি এই কথা সরকারের মাথায়ই আসে নাই ??
সংসদে খালি বিগত সরকার কি করছে সেই সব নিয়ে ঝগড়া করা হয়।
অথচ এখন উন্নয়নের জন্য কি করা উচিত সেই কথা খুবি কম হয়। বলতে গেলে হয়ই না।
এভাবে কি ডিজিটাল বাংলাদেশ করা সম্ভব ???? ডিজিটাল বাংলাদেশ করতে হলে বিদ্যুত লাগবে। গ্যাস কিংবা কেরোসিন দিয়ে ডিজিটাল বাংলাদেশ বানানো সম্ভব না।
সেদিন টিভিতে বলতেসিলো- সন্ধ্যা ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত এসি চালানো যাবে না।
আরেহ বাবা কারেন্ট থাকলে না এসি ছাড়বো কারেন্ট যায় ৫ টায় আসে ৭.৩০ টায় আবার ৮.৩০ টা কিংবা ৯ টায় যায় আসে ১১ টায়। তাইলে কিভাবে এসি ছাড়বো ????
আমার মনে হয় কেন এই দল হ্মমতায় আসার আগে বলছিল ২০২১ সালের মদ্ধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা। কেননা যখন ২০১৩ তে নির্বাচনী প্রচারনা চালাবে তখন তারা বলবে আমরাতো ২০২১ সালের কথা বলেছিলাম । আপনারা আমাদের কে হ্মমতায় পাঠান। আমরা ঠিকই করে দেখাবো।
এইভাবে তারা আবার হ্মমতায় আস্তে চায় আবার।
সবশেষে এতটুকুই বলতে চাই বিগত সরকার কি বলেছে , কি করছে না করছে সেই সব কথা বাদ দেন। বর্তমান অবস্থার উন্নতি কিভাবে কর যায় তা নিয়ে ভাবুন, তা নিয়ে কথা বলুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।