বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
ট্যাংক আর সয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র গুলোর একটু আরামই হলো বোধহয়। টানা ২২ দিনের অবিরত ব্যাবহৃত হয়েছে ওগুলো। কোন দয়ামায়া নেই। সামনে যা পেয়েছে সেটাই খেয়েছে।
সৃষ্টিকর্তার হাতে গড়া জীবগুলোকে মুহুর্তে জড়ে পরিনত করতে পারে ওগুলো। কত শক্তি! সয়ং সৃষ্টিকর্তাও মনে হয় তার সৃষ্ট জীবগুলোর ধ্বংশ করতে মায়া করেন। কিন্তু ওদের কোন মায়া নেই। কোন হিসাবের অবকাশ নেই।
যে শিশু গুলোর পৃথিবীর আলো পুরোপুরি দেখাই হয়নি, পৃথিবীর রূপ, রস পায়নি।
তারাও পড়লো ঐ হায়নাগুলোর রোষানলে। ৪০০ এরও বেশী শিশুর করুন মৃত্যু। পৃথিবীর জুড়ে মানুষ গুলো প্রতিদিন সেগুলো তাকিয়ে তাকিয়ে দেখেছে। কেউ কিছুই করতে পারেনি। একটির চেয়ে আরেকটির বিভৎসতা আরো বেশী।
অথচ ওদের ভদ্রপল্লীতে বিড়াল মরলেও শোকসভা হয়।
বছরের পর বছর ধরে চলছে এ হত্যাযজ্ঞ। শেষ হবে। অবশ্যই শেষ হবে। ১০,৪২৯ বর্গমাইলব্যাপী দেশটাতে ফিলিস্তিনের অবস্থান খুব বেশী হলে ৭০ ভাগের একভাগ ভুমিতে।
এমন আর কয়েকবছর চললেই শেষ হয়ে যাবে সব ফিলিস্তিনি। আর খুব বেশী দিন অপেক্ষা করতে হবে না।
যুদ্ধবিরতি কার্যকর হলো পৃথিবীর শ্রেষ্ঠ নাট্যকারদের(!) অনুরোধে। ওরা নাটক করে গোলটেবিলে বসে। আর তাদের নাটকে জোকারের চরিত্রে অভিনয় করে বিশ্বের বড় বড় মুসলিম দেশ গুলো।
এক নাটক শেষ হলো, শুরু হলো যুদ্ধবিরতির নাটক।
১২০০ প্রানের বিনিময়ে যুদ্ধবিরতি, আর কবে শুরু হবে নতুন নাটক?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।