সাও পাওলোতে মৃত্যুকালে জিলমার দোস সান্তোস নেভেসের বয়স হয়েছিল ৮৩ বছর। গত সপ্তাহে হার্ট অ্যাটাক হয়েছিল সান্তোস ও করিন্থিয়াসের সাবেক এই খেলোয়াড়ের; তা থেকে আর সেরে উঠেননি তিনি।
কয়েক বছর আগে স্ট্রোক হওয়ার পর থেকে অসুস্থই ছিলেন কিংবদন্তি পেলের সাবেক এই সতীর্থ।
দেশের হয়ে মোট ৯৩টি ম্যাচ খেলা জিলমারকে ‘সর্বকালের সেরা’ হিসেবে অভিহিত করেন ব্রাজিলিয়ান সাংবাদিক জুকা কেফৌরি।
“জিলমার দস সান্তোস নেভাসের মতো ব্রাজিল দলে আর কোনো গোলরক্ষক আসেনি।
ভবিষ্যতেও কখনও আসবে না। ”
টানা দুটি বিশ্বকাপ জেতা ছাড়াও ১৯৬৬ সালের বিশ্বকাপও খেলেছেন জিলমার।
১৯৫৩ সালে জিলমার প্রথম ব্রাজিল জাতীয় দলে ডাক পান জিলমার। ১৯৬৬ বিশ্বকাপ পর্যন্ত তিনি ব্রাজিলের নিয়মিত গোলকিপার ছিলেন। ১৯৬৯ সালে আঠারো বছরের ক্যারিয়ার শেষ করে তিনি অবসর নেন।
অবসরের পরও ব্রাজিল জাতীয় দলের হয়ে কাজ করেছিলেন তিনি।
১৯৪৫ থেকে ১৯৫১ সাল পর্যন্ত তরুণ খেলোয়াড় হিসেবে ব্রাজিলিয়ান ক্লাব জাবাকুয়েরার হয়ে খেলেন জিলমার।
তারপর ১০ বছর করিন্থিয়ান্সে ও আট বছর সান্তোসের হয়ে খেলেন। করিন্থিয়ান্সের হয়ে তিনটি স্টেট চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতেছিলেন জিলমার।
তবে ক্যারিয়ারের সবচেয়ে সাফল্যমন্ডিত সময়টা তিনি কাটান সান্তোসের হয়ে।
দু’বার করে কোপা লিবার্তোদেতারেস ও ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছিলেন তিনি। পাশাপাশি পাঁচটি স্টেট চ্যাম্পিয়নশিপ জয়ের পাশাপাশি জাতীয় চ্যাম্পিয়নশিপও জেতেন সমান পাঁচবার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।