যখন কোনো মানবীর আত্মা ছূঁয়ে যায় মানবের,
মেঘে মেঘে মিলনের বজ্রপাতের মতন,
পর্বতের একটা নদীর স্বপ্নে বিভোর হওয়ার মতন,
আলোকের এক নীল ঝর্ণাধারার জন্ম হয়।
এক অপরূপ স্বপ্নবান নক্ষত্রের আস্ত সমস্ত জীবন পুড়ে,
জন্ম নেওয়া তোমাদের এই শ্যামল মৃত্তিকা, যার অবয়বে মায়ারসে,
আকাশগঙ্গার খেয়ালী যুবরাজ সূর্যের নিশুতি মধ্যাহ্নে,
এক আকাশ ভালোবাসার বিস্তার নিয়ে দাঁড়িয়ে থাকে কিন্নর কুজন বটবৃক্ষ।
ওদের হৃদয়ের ডালপালায় বাসা বাঁধে এক পৃথিবী পাখির দল,
যাদের সুর লহরীতে প্রতি সন্ধি প্রকাশে কেঁপে কেঁপে ওঠে সময়ের তানপুরা।
মাটির টানের নেমে আসা বাসনার ঝুড়ি মেলে অপেক্ষায় পাকুড়ের প্রেমে,
নিস্তব্ধ টলটলে ছায়া মেলে অস্ত যায় সোনেলা সৌভিক চিল,
পথ নিয়ে যায় পথিকেরে তার কাছে, যে বসে অপেক্ষার নীড় মেলে,
সবুজ রোদ্দুরের পুতুলের বিয়েতে নেমন্তন্ন যায় ঘাস ফড়িঙ্গের দল,
সানাই বাজিয়ে ঝিঁঝিঁপোকারা পাবে ভরপেট সন্দেশ,
দশ চক্কর নেচে যাবে তরুনী তন্বী জোনাকী জোছনা ফুল,
তোমার গল্পের সেই বট-পাকুড়ের নির্ভেজাল দাম্পত্যের মত
এখনও পবিত্র আছে প্রতিটি ভোর,
এখনও সুরভিত আছে প্রতিটি গোলাপ,
এখনও সাত্যিক আছে প্রতিটি রূপকথা,
এখনও অসীম আছে প্রতিটি নীলিমা,
এখনও সবুজেই হাসিমুখ, প্রতিটি ভালোবাসা!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।