শব্দশিখা জ্বলে...
আবদুর রব
এবার জাগাতে এলে বলবো, তুমিও ঘুমাও
জাগরণে কাজ নেই, লাজ নেই ঘুমিয়ে পড়ায়
বেহুলা ঘুমায় ঘুমে ভাসে লখিন্দর;
ভাসতে ভাসতে চললো মেয়ে, বললো সে ঘুমাও সোনা!
কে ঘুমায় কে জাগে বুঝি না
ফেরিঘাট জাগে তো ঘুমায় ঘরবাড়ি
জাগে বালিয়াড়ি, ঘুমে ঢুলু ঢুলু শস্য;
নদীও ঘুমায় গদিও ঘুমায় জাগে সে পাহারাদার
কারণ ঘুমায় অকারণে
ব্যাকরণ তবু স্বকারণে
ওদের যা খুশি করে যাক, আমরা ঘুমাই
জাগরণে কাজ নেই, লাজ নেই ঘুমিয়ে পড়ায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।