কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....
নেতারা গাড়ীতে ঘুমায়। কর্মিরা বাড়ীতে ঘুমায়। মাইক ওয়ালা ঘুমায় না।
মোবাইল ফোন ঘুমায় না। নেতারা তা ধরে না।
পোষ্টার চায় ,লিফলেট চায়। কর্মিরা তা বেধে নিয়ে যায়। পড়ে মুড়ি ওয়ালাদের কাছে কে জি দরে তা বিক্রি করে। সবাই অফিস খোলতে চায়। যখন নিজের খাইয়া নৌকার কথা শুনে তখন একটু চিন্তা করে।
ধানের শিষের অফিস খোলতে টাকা পয়সার অভার নাই। নির্বচন কমিশন যদি বেভাকতেরে অফিস খোলার লাইগা ওগো ফান্ড থাইকা বড় দুই দলেরে বড় অংকের টাকা দিয়া কইত ভালা ভালা সব প্রার্থীরে মননোয়ন দিবায়। তাইলে ভালা ভালা কিছু কিছু প্রার্থী জোড়ে সোড়ে নির্বাচনী প্রচারনা চালাইতে পারতো। তাতে জনগেনর মনে এই দানা বাধতো না যে , কিছূ স্বাথান্বেষি মহল নির্বাচনের পরবর্তী সময়ে সরকার হইতে অতিরিক্ত সুবিধা আদায় করিবার প্রত্যাশায় যাহা ব্যায়িত হইতেছে। তাহা দিয়া অতিরিক্ত মুনাফা আদাযের জন্যই এখন ব্যায় করতেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।