আলমগির সরকার 'লিটন' বগুড়া জেলার সারিয়াকান্দি থানার সারি সারি সুপ্রশার বাধ,বাধের দুধারে সবুজ শ্যামল অপরূপ দোল খাওয়নো কলা গাছ যেনো টলটল করা যমুনার পাগলা স্রোতে সাথে মিশে যাওয়া 'সরকার বাড়ির'এক সাধারণ পরিবারে ৫ জুলাই ১৯৮১ সালে জন্মগ্রহণ করেছি,সহজ সরল ভাবে বড় সাত সমুদ্র ঐ যমুনা নদীতে যাও হিমালয়ের উঁচু নিচু চুড়ায় যাও কিংবা সাহারা মরুভূমিতে যাও, হাঁটাহাঁটি খেলাধুলা করার শেষে আঁধার আসবে,রাত হবে।রাতের মাঝের ঘুম পারানির সাথে মরণের কি জানি এক স্বাদ,কি জানি অনুভূতি তাড়া করবে শুধুই তাড়া করবে, বুঝতে যদি না পাও।সেখানে একা হও,আজকের আঁধার ঘীরে চেয়ে দেখও। ঝিঝি পোকা,জোনাকের যৌবন রাঙ্গা ঝিকিমিকির ঢেউ তুলে,আহা কি অপরূপ আনন্দের যেনো মেলা-আর চারিধারে শুধু ঘুম ঘুম নিরবতা।পাখি ঘুমায় চির সবুজ ঘুমায়!অনুভূতির দৌরজার পাশে, আবেগ ছোঁয়া প্রশ্ন জাগে পৃথিবী ঘমায়? হ্যা পৃথিবীও ঘুমিয়ে যায় আমাদের মত সুখ শান্তি করে কোন পালঙ্কে,এক ক্ষণের জন্য হলোও ঘুমে যায়।এই ঘুম শেষ ঘুম যদি হয়ে যায়,তবে অনুভূতির নিরব কান্না পৃথিবীর কি নয়,পৃথিবীও যে ঘুমায়। লেখার তারিখঃ ২৬/১১/১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।