ব্রেন তার নিজস্ব কিছু কাজ করতেই থাকে। যখন মানুষ বিভিন্ন কাজ কারবার করে তখন ব্রেন ক্যামিক্যালস এবং স্নায়ুকোষের মাধ্যমে এক অংশের সঙ্গে আরেক অংশের সংযোগ রক্ষা করে। পুরো ব্রেনটি একটি নেটওয়ার্ক হিসেবে কাজ করে। কিন্তু মানুষ যখন ঘুমায় তখন ব্রেনের একেকটি অংশ নির্জন দ্বীপের মতো হয়ে পড়ে এবং এক অংশের সঙ্গে অন্য অংশ আর যোগাযোগ রাখতে পারে না। লন্ডনের ইউনিভার্সিটি কলেজের বিজ্ঞানীরা এরকম মতামত দিয়েছেন। নিউরোসাইকোলোজির বিশেষজ্ঞরা এতটুকু আইসক্রিম বা পছন্দের খাবারে মানুষের ব্রেনে যে সুখের অনুভূতি পৌঁছে, ফাংশনাল এমআরআই স্টাডির মাধ্যমে তা বুঝতে পারবেন বলে জানিয়েছেন। ব্রেন আমাদের শরীরের সবচেয়ে সুস্থ এবং সংবেদনশীল অঙ্গ কিন্তু আমরা ব্রেন সম্পর্কে জানি সবচেয়ে কম। ফাংশনাল এমআরআই মেশিনের মাধ্যমে একজন মানুষ ঠিক কখন কী ভাবছে, অতীতে কখন কী করেছে এমনকি ভবিষ্যতে কী করতে পারে এ সম্পর্কেও মতামত জানাতে পারবে বলে বিজ্ঞানীরা আশাবাদ প্রকাশ করেছেন। সূত্র: আমাদের অর্থনীতি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।