কীট
বল বীর চির উন্নত মম শীর
শীর নেহারী আমারি নত শীর ওই শিখর হিমাদ্রীর
বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সুর্য গ্রহতারা ছাড়ি
ভুলোক, দ্যুলোক, গোলক ভেদিয়া
খোদার আসন আরশ ছেদিয়া
উছিয়াছি চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর
মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ রাজটীকা দীপ্ত জয়শ্রীর
বল বীর চির উন্নত মম শীর।
..........................................................
বিদ্রোহী রনক্লান্ত, আমি সেইদিন হবো ক্ষান্ত
যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না।
যবে অত্যাচারীর খড়গ ক্রীপান ভীম রনভুমে রনীবে না।
মহাবীর রনক্লান্ত, আমি সেইদিন হবো ক্ষান্ত।
বন্ধুগো আর বলিতে পারিনা বড় বিষজ্বালা এই বুকে
দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে।
রক্ত ঝরাতে পারিনাতো একা তাই লিখে যাই এই রক্তলেখা
প্রার্থনা করো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস
আমার রক্ত লেখায় লেখা হয় যেন তাদের সর্বনাশ।
নজরুল
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।