দুপুরে জেলা শহরের অম্বিকা ময়দানে দুইদিনের এই মেলা উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
ফরিদপুর জেলা প্রশাসন ও ঢাকা ইন্টারন্যাশনাল এক্সিবিশন কোম্পানি যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।
প্রধান অতিথির বক্তৃতায় প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, এ সরকারের আমলে গত চার বছরে ছয় লাখ মানুষ বিদেশে গেছে। বর্তমানে বিশ্বের ১৫৬টি দেশে ৮৫ লাখ বাংলাদেশি কাজ করছেন।
এই বিপুল সংখ্যক মানুষের মধ্যে ৪৯ শতাংশ মানুষ দেশে টাকা পাঠায় হুন্ডির মাধ্যমে।
এই টাকা ব্যাংকের মাধ্যমে দেশে এলে আমাদের দেশ মধ্য আয়ের দেশ হতে বেশি সময় লাগবে না বলে তিনি মনে করেন।
মন্ত্রী ব্যাংকগুলোকে রেমিট্যান্স আনার ক্ষেত্রে আরও বেশি মনোযোগী হওয়ার অনুরোধ করেন।
ফরিদপুরের জেলা প্রশাসক মইনউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন পুলিশ সুপার মো. জামিল হাসান, জেলা পরিষদের প্রশাসক কাজী জায়নুল আবেদীন, ঢাকা ইন্টারন্যাশনাল এক্সিবিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এনায়েত করিম প্রমুখ।
পরে প্রধান অতিথি মেলার স্টলগুলো ঘুরে দেখেন।
মেলায় বিভিন্ন ব্যাংকের ১০টি স্টল রয়েছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।
দুইদিনের এই মেলা শেষ হবে শনিবার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।