আমাদের কথা খুঁজে নিন

   

একজন অনুসরণীয় কবি আব্দুল হাই শিকদার

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

ব্যস্ততায় দিন কাটাচ্ছেন ভাড়াটে বুদ্ধিজীবিরা- পত্রিকার জন্য আইডিয়াল শিরোনাম। কি কন! কাহিনী অবশ্য পরশু দিনের। আইজকা আরেকবার কনফার্ম হইলাম এই আর ক। গত কিছুদিন ধইরাই প্রেসক্লাবে নানা ধরণের সেমিনার হইতেছে। সকাল-দুপুর-বিকাল চলতেই আছে।

আর এইসব সেমিনারে একজন কমন মুখ হইয়া দাড়াইছেন আব্দুল হাই শিকদার (প্রথম আলোর গতকালের তৃতীয় পৃষ্টা দুই কলাম ফারাকে পাইবেন উনার দুই সেমিনারের সংবাদ)! । উনি আবার নামের আগে কবি লেখেন। উনি সকালের সেমিনারে ব্যারিস্টার মওদুদ আর মোহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে গলা মিলাইয়া বলেন সরকার পিলখানা হত্যাকান্ড ধামাচাপা দেওয়ার জন্য যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করতেছে। কি তামশা। এই কাহিনী তাইলে সাম্প্রতিক! আবার বিকালে আরেক সেমিনারে সরকারের সঙ্গে সমঝোতায় আসা কওমী মাদ্রাসার আলেমদের ডাকতেছেন দালাল আলেম।

একই ডায়লগ আরেক যুদ্ধাপরাধী কাদের মোল্লার মুখে কয়েকদিন আগে আরেক সেমিনারে শোনা গেছে। কবি শিকদারের সঙ্গী আমার দেশ প্রকাশনার মালিক মাহমুদুর রহমানও সেমিনার মিস করেন না। সেমিনারে গেলে থোক টাকা মিলে। কবি শিকদার যেমন কামলা দিতাছেন তাতে আবহাওয়ার লগে তাল মিলাইয়া তার পকেটও বেশ গরম। যেসব কবি না খাইয়া দিন গুজরান করেন তারা অনুসরণ করতে পারেন তারে।

চইলা যান মগবাজার (দরকারে পোস্টাইয়া ঠিকানা মাঙ্গতে পারেন ছাগুচীপ কিংবা তার দলবলের কাছে), কাগজ নিয়া আসেন কি বলতে হইবো। প্রেসক্লাবের সেমিনারে চান্স না পাইলে সমস্যা নাই। ব্লগ আছে কি করতে!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.