লেখার কিছু পাই না, তাই আবোল তাবোল লিখি
নিতান্তই একটা বিয়ের খবর। কিন্তু সেটাই ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে উপমহাদেশের ক্রীড়াঙ্গনে। অনেকটা বিনামেঘে বজ্রপাতের মতোই। কারণ, পাত্রী যে ভারতের এক নম্বর গ্ল্যামারাস টেনিস কন্যা সানিয়া মির্জা। আর পাত্র পাকিস্তানের ক্রিকেট তারকা, সাবেক অধিনায়ক শোয়েব মালিক।
লাহোরে আগামী ১৬ অথবা ১৭ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসবেন ক্রীড়ালোকের এই দুই তারকা। মালিক তার টুইটারে নিজেই বলেছেন, ‘সানিয়া ও আমার বিয়ের খবরটা সত্য। ইনশাআল্লাহ আমরা এপ্রিলে বিয়ে করছি। আপনাদের সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ’ ২৮ বছরের শোয়েব এবং ২৩ বছরের সানিয়ার বিয়ের খবর দু’পরিবার থেকেও স্বীকার করা হয়েছে।
শোয়েবের ভগ্নিপতি ইমরান জাফর মালিক জানিয়েছেন ‘ওদের বিয়ে হবে খুব শিগগিরই। হয়তো আগামী মাসেই। আমি নিশ্চিত দুজনে একটা সুন্দর জীবন গড়ে তুলবে। গত ছয় মাস ধরে ওদের সম্পর্ক মূলত ফোনে। ’
জানা গেছে, সম্প্রতি হায়দরাবাদে সানিয়াদের বাড়িতে গিয়েছিলেন শোয়েবের পরিবারের সদস্যরা।
কথা হয় সানিয়ার বা ও মায়ের সঙ্গে। সেখানেই দুই পরিবার বিয়ের ব্যাপারে একমত হয়। শোনা যাচ্ছে, বিয়ের পর শোয়েব-সানিয়া মরুশহর দুবাইতে পাকাপাকিভাবে থাকতে পারেন।
Click This Link
প্রতিদিন লাখ টাকার চুল যাচ্ছে বিদেশে
............... মানুষের মাথার ঝরেপড়া চুলও এখন ফেলনা নয়। ফেরিওয়ালার হাত ঘুরে এ চুল রফতানি হচ্ছে সুদূর চীন দেশে।
চীনের জেডসিডি কোম্পানির চুল ক্রয়কেন্দ্র স্থাপিত হয়েছে ঝিনাইদহে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ২০টি জেলার লাখ লাখ টাকার চুল বেচাকেনা হয় এখানে। এ ক্রয়কেন্দ্রকে কেন্দ্র করে ঝিনাইদহে দুটি ছাড়াও আশপাশের জেলাগুলোতে স্থানীয়ভাবে আরও বেশ কয়েকটি চুল ছাড়ানোর কারখানা গড়ে উঠেছে। এসব কারখানায় কাজ করে কয়েকশ’ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। ..........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।