আমাদের কথা খুঁজে নিন

   

ইউরেকা ইউরেকা, সব সমস্যার সমাধান, এক চিমটি লবন, এক মুঠ গুড় আর আধা সের পানি।



চারিদিকে খালি নাই নাই নাই অথচ মানুষের খালি চায় চায় চায় অবস্থা। যেন মনুষ্য জাতিকে সৃস্টিকর্তা শুধু চাওয়ার জন্যই দুনিয়াতে পাঠাইছে। আবার যাকিছু আছে সেইগুলি চাইতে পারে না যা নাই তাই নিয়ে ফালাফালি। গ্যাস চাই, বিদ্যুৎ চায়, পানি চায় আরে বাবা জন্মগ্রহনের সময় কি সরকারের কাছে আনুমতি নিছিলা?? যদি না নিয়ে থাকো তাহলে এখন ফাল পাড়ো কেন ?? কেন বাবা তোমাদের এত চাহিদা ?? একটা দিনে তো মাত্র ২৪ টা ঘন্টা । কাজেই এখন আজকে তোমার যে সমস্যা তা মাত্র ২৪ ঘন্টার জন্য।

তো এই ২৪ টা ঘন্টা কি একটু না চেয়ে থাকতে পারো না ?? ২৪ ঘন্টা কাটালেই তো দিন চলে যায়। আবার দিন আসবে সেটাও তো ২৪ঘন্টারই হবে। এভাবে একদিন একদিন করে কাটিয়ে দিলেই তো সব সমস্যার কেল্লা ফতে। কিন্তু বাঙালির এক বড় সমস্যা সে নিজে কিছু করেনা। সবকিছুর জন্য তাকে বাধ্য করতে হয়।

এইজন্য মাননীয় সরকার মহোদয় নানারকম উদ্যোগ নিয়ে যাচ্ছে নিরলসভাবে। নিন্দুকেরা বলে সরকার নাকি কিছু করছে না। আরে করার আর কিছু বাকি রাখছে নাকি !! গ্যাস নাই তো বিদ্যুৎ কারখানা বন্ধ, বিদ্যুৎ নাই তো সার কারখারা বন্ধ, মার্কেট বন্ধ । আরে বাবা তুমি কোথাকার কোন লাট সাহেবের নাতি যে তোমাকে কোট প‌্যান্ট টাই পরে অফিস যেতে হবে ? বাংগালির ছেলে লুঙ্গি গেন্জি পরতে পার না ?? তাহলে তো গরম নিজেই কেদে কেটে জেরবার হবে। কি কইলা?? এসি চালাইবা ?? মিয়া দেশের আইন কানুনের খোজ খবর রাখো কিছু ?? জানো না এসি চালানো বন্ধ।

কি কইলা ?? খাদ্যবস্তুর মুল্যবৃদ্ধি ?? এইবারে ভাল কথা কইছো । তোমারে সাইজ দেবার নতুন বুদ্ধি বাইর করছি। এতদিন তো উৎপাদন বৃদ্ধি, ফড়িয়া প্রতিরোধ ইত্যাদি বহুরকম শুশিল পদ্ধ্যতি তোমাদের উপর প্রয়োগ করা হয়েছে। কিন্তু যে লাও সেই কদু। এবার পাইছি মোক্ষম দাওয়াই।

আজ থেকে তোমাদের সপ্তাহে একবারের বেশী বাথরুম যাওয়া বন্ধ। কাজেই মুখ গহ্বরে কিছু প্রবিস্ট করার আগে সা-ব-ধা-ন। ওহ !! আইন ভাঙার শাস্তি জানতে চাও ?? একবারের বেশি দুইবার বাথরুমে গেলে তোমাকে ১০০০ টাকা অনুদান দেয়া হবে। হাসলে যে !! পরেরটুকু আগে শোনো। তোমাকে ১০০০ টাকা দিয়ে ছাত্রলীগকে বলা হবে তোমাকে ৫০০০০ টাকা দেয়া হইছে।

এবার দেখি কোন বাপের বেটা আইন ভঙ্গ করে। আর দ্রব্যমুল্য ??? কোথায় নামবে সে গল্প আরেকদিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.