সুন্দর সমর
বিপরীত নানা স্রোতের টানা-পড়েনের অপর নাম আমাদের আটপ্রহরের জীবন।
ইচ্ছেগুলো বেশির ভাগ সময় স্বপ্নের ফুলবনে পরী হয়ে উড়ে বেড়ায়।
অঢেল কাজ আর আর অপর্যাপ্ত অবসর।
এরই যোগফলে ছুটির নৌকা কিছুতেই সাগরের তীর ছুঁয়ে যেতে পারে না।
কামনা বাড়তে থাকে।
মনে বাড়ে চাপ।
তাই এক রাতে চিৎকার করে উঠলাম।
অতিষ্ঠ প্রাণে বললাম, থাক কাজ পড়ে থাক।
আমি সাগরেই যাবো।
সাগর।
পৃথিবীর তিন ভাগ নোনা পানি। আর আমাদের জীব কোষের বেশির ভাগ পানি। নোনা পানি।
নোনা পানির যে স্রোতধারা জীবনদায়ী পুষ্টি নিয়ে বয়ে চলে তাকে আমরা রক্ত বলে জানি।
এ ভাবেই নোনা পানির সাথে আমাদের জীবনের স্রোতধারা বয়ে চলে।
সাগরের তীরে যখন মানুষ যায় তাই তার মুক্তি ঘটে।
তীরের ধুলি কণা আর মৃত ঝিনুক-শামুকের খোল সূর্যের দ্যুতি বিলায়।
একই ভাবে জীবনে মুক্তির মুখরতায় সাগরের তীর উদ্বেল হয়ে থাকে।
কক্সবাজার হয়ে ইনানী।
বিস্তৃত পটভূমির এই সৈকত।
মুক্তির অপরূপ সাগর বেলা।
আনন্দের তীর্থভূমি।
কিন্তু তারপরও রাত নেমে আসে।
ঘরের ডাক শোনা যায়।
এবার ফেরার গাথা।
পিছনে পড়ে থাকে অন্ধকার সাগরের চিরকালীন আহবান।
টেউয়ের সংগীত।
বাতাসের শো শো গান।
আবার আসবো সাগরে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।