আমাদের কথা খুঁজে নিন

   

আসমা এখন আর একা নয়, অসহায় নয় ।। আসমার সাথে আছি আমরা সবাই ...

...ফেলে আসা দিন তার মিছে মনে হয়...

আসমা আজকে আল্লাহ্‌র রহমতে ভালো আছে । কথা বলে অনেক হাশি খুশি মনে হলো । সবার এতো ভালোবাসা পেয়ে, এতো মানুষ ওর পাশে এসে দাঁড়িয়েছে, সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে - শুনে ওর দু চোখ পানিতে ভরে উঠলো । ও সবার কাছে অনেক কৃতজ্ঞ । আসমা সবার কাছে দোয়া চেয়েছে ।

আল্লাহ্‌ যেনো খুব দ্রত ওকে সম্পূর্ণ সুস্থ করে তোলেন - এই দোয়াই রইলো । আসমার ভাই জানালো এ পর্যন্ত আজকে বিকাল ৪ টা নাগাদ ওরা ২০,০০০/- টাকা পেয়েছে । এ দিয়ে ইনশাআল্লাহ্‌ ৩/৪ দিন চলে যাবে । কিন্তু সামনের দীর্ঘ সময় আল্লাহ্‌র উপর ভরসাই যথেষ্ট । আর মানুষের অনেক ভালোবাসা তো ওর সাথেই আছে ।

যারা আসমার পাশে এসে দাঁড়াতে চান- তাদের জন্য বলছি - আসমাকে সাহায্য পাঠাবেন এই ঠিকানায় - আবুল কালাম সঞ্চয়ী হিসাব নং- ২৪১৫৬ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড । যাত্রাবাড়ি, ঢাকা । মোব-০১৯২৭৮৩৫৪৮৬ মানুষের কল্যানে মানবতার জয় হোক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।