শনিবার বিকালে চাটখিল সেন্ট্রাল হসপিটালে এ ভাংচুরের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহত দিলরুবা আক্তার সুমি (২০) চাটখিল পৌরসভার ফতেপুর এলাকার দুলাল মিয়ার মেয়ে এবং বদলকোট ইউনিয়নের মো. রাশেদের স্ত্রী।
নিহতের চাচাতো ভাই নূরনবী অভিযোগ করেন, সুমীকে সকাল ১০টায় দিকে হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল সাড়ে তিনটার দিকে তাকে অপরারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সেখানে ইনজেকশন দেয়ার পরপরই সুমির মৃত্যু হয়।
চাটখিল থানার ওসি মোস্তফা কামাল জানান, সুমির মৃত্যু হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে তার স্বজনরা হাসপাতালে এসে ভাংচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।