আমাদের কথা খুঁজে নিন

   

উৎসের দিকে যাই

শেষ বলে কিছু নেই

ধনুকের মত বেঁকে আছে দিন পকেটে টান টান ছিলার মত বিভ্রান্তির ফাঁস; আমি উজান-বাতাস ঠেলে যত উৎসের দিকে যাই শুধু পোড়োজমি; বিষবৃক্ষ আর আগাছার বিষাক্ত নিঃশ্বাস আমি উৎসের দিকে যেতে থাকি আর সারি সারি জিপসি-তাবু আগুনে ভস্ম হতে থাকে বাতাসে ইতিহাসের ছাই ওড়ে; আর সুর্যাস্তের নীচে শ্বাপদ-শিল্পীরা ইতিহাসের ইট-কাঠ-পাথর আঁকে আগণিত মানুষকে দেখি, সেইসব অন্ধপাথর হাতে উন্মাদের মত ছুটে যাচ্ছে ভবিষ্যতের দিকে আমি উজান-আন্ধার কেটে উৎসে যেতে যেতে দেখি মানুষের শরীরগুলো পাংশুল আলোতে কেমন ফিকে শ্বাপদ-শিল্পীরা ফিকে রং খুব পছন্দ করে: আর রং-তুলিতে আঁকে ধোঁয়া ও ধ্বংসের গৌরব আমি দেখি, হাজার নদীর দেশে নদী নেই- জলকঙ্কাল; বাঁকে বাঁকে কাল রাত্রি আর শরবিদ্ধ গলিত শব... আমি যেতে যেতে উৎসের কাছাকাছি যাই: দেখি রক্তজবা, থ্রি-নট-থ্রি, গ্রেনেড- ক্ষত আর ক্ষয় তারপর হঠাৎ দেখি ফিকে রং উধাও ধীরে ধীরে ফুটে ওঠে এক অলৌকিক সূর্যদয়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.