একটি লেখার প্লাটফর্মে একজন লেখক কখন নিষিদ্ধ হতে পারেন?
এই প্রশ্নের জবাব বিভিন্ন ভাবে দেয়া যেতে পারে।
কিন্তু তা করার আগে সেই লেখকের সার্বিক কর্মকান্ডের একটা মূল্যায়ন করা
দরকার। কি পরিস্থিতিতে একজন লেখক তার কলমের সর্বোচ্চ শক্তি
প্রয়োগ করেন , তা ও ভাবার বিষয় বৈ কি !
সামহ্যোয়ার ব্লগকে কারা বিভিন্ন ভাবে, বিভিন্ন সময়ে অস্থির করে তুলতে
চায় , কি তাদের উদ্দশ্য - তা মাননীয় কর্তৃপক্ষের অজানা নয়।
শুধু শুধু আক্রান্ত হলে তো কেউ না কেউ আত্মরক্ষায় এগিয়ে আসবেই ।
আমাদেরকে আমাদের উৎস জানতে হবে।
আর তা ই হচ্ছে আমাদের
মৌলিকতা । কেউ মানুক , না মানুক।
আমরা চাই , এই ব্লগে লেখালেখির সৃজনশীলতা অব্যাহত থাকুক।
এর জন্য যারা এ পর্যন্ত সৃষ্টির পক্ষে কাজ করেছেন, করছেন সে রকম
দুই ব্লগার রাশেদ ও এস্কিমো কে লেখালেখির পূর্ণ সুযোগ দেয়া হোক।
আসুন , আমরা সবাই আবার উৎসের দিকে হাঁটি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।