আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীনতা তুমি

আমি তোমাকেই বলে দেব, কি যে একা দীর্ঘ রাত আমি হেটে গেছি বিরান পথে! আমি তোমাকেই বলে দেব, সেই ভুলে ভরা গল্প; কড়া নেড়ে গেছি ভুল দরজায়!

স্বাধীনতা তুমি ১৭৫৭ সালে স্বাধীনতা তুমি, একটি অস্ত যাওয়া সূর্য; ১৯৪৭ সালে তুমি, ধর্মের নামে পদ্মা ভাগের ফরমান; ১৯৫২ সালে, ভাষা-শহীদদের রক্তে অঙ্কুরিত একটি বীজ; স্বাধীনতা তোমার হাতছানিতে জন্মনিল ১৯৬৯-এ অভ্যুত্থান। ৭১ এ ২৫শে মার্চ রাতে গর্জে উঠল হায়েনার হাতে আগ্নেয়াস্ত্র, ঘুমন্ত বাংলাদেশীর মৃত্যু চিৎকারে শুরু হল ‘শার্চ লাইট’ অভিযান; ঘুমভাঙ্গার আগেই চীরতরে হারিয়ে গেল শতসহস্র প্রাণ, আর যারা বেঁচে থাকল তাদের কাছে স্বাধীনতা তুমি, বজ্র কন্ঠে যুদ্ধে যাবার আহব্বান। স্বাধীনতা তুমি যুদ্ধ কালীন মুক্তি সেনার বিনিদ্র আঁখির স্বপ্ন, স্বাধীনতা তুমি বিজয়ের দিনে অমরত্বের জয়গান; স্বাধীনতা তুমি ৭১-এ এক সাগর রক্তের বিনিময়, স্বাধীনতা তুমি যুদ্ধ জয়ে শত্রুর পরিত্রাণ। এরপর স্বাধীনতা তুমি মুক্ত প্রাঙ্গনে উচ্ছল তারুন্য; স্বাধীনতা তুমি ঠিকযেন জ্বলজ্বলে শিখা অণির্বান। (ভাকর্য্যটি চাঁপাই নবাবগঞ্জ মহানন্দা নদীর ওপর অবস্থিত বীরশেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু চত্বরে অবস্থিত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.