আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীনতা তুমি এলে

সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।

স্বাধীনতা তুমি এলে মহাকালের কতোকাল পেরিয়ে গেলে ইতিহাসের কতো পথ মাড়িয়ে গেলে পদ্মা মেঘনা যমুনা সুরমা কর্ণফুলির কতো জল বয়ে গেলে শ্বেত ত্বকী হিংস্র হায়েনাদের বিরুদ্ধে হাজি শরিয়তুল্লাহ, দুদুমিঞা, তীতুমীর সূর্য্যসেন আর প্রীতিলতাদের কতো তপ্ত রুধির ঢালা হলে স্বাধীনতা তুমি এলে ছায়াঘন শ্যাম বাংলাদেশে স্বর্ণগর্ভা মাতৃভুমির কোলে রক্ত লোলুপ খান সেনাদের বিরুদ্ধে মহিউদ্দীন, মোস্তফা কামাল, হামিদুর রুহুল আমিন, আব্দুর রউফ, মতিউর নূর মোহাম্মদদের প্রাণোৎসর্গ দেয়া হলে ত্রিশ লক্ষ আবালবৃদ্ধবণিতা শহীদানদের খুন রাঙা পথ পাড়ি দেয়া হলে কতো বীর শার্দুল দামাল ছেলেদের দুর্বার বীরত্ত্ব গাঁথা রচনা হলে কতো দুখিনী মায়ের অশ্রু আব্রু চির সম্বল সম্ভ্রম হারিয়ে গেলে স্বাধীনতা তুমি এলে ছায়াঘন শ্যাম বাংলাদেশে স্বর্ণগর্ভা স্বর্গভুমির কোলে মৌর্য্য গুপ্ত পাল সেন নরপতিকুল শশাঙ্কের খন্ডকাল স্বাধীন যুগ পাঠান কিংবা মোগলদের শাসন সাক্ষি হয় এ স্বর্গভুমির ইতিহাসে স্বজাতীয় বিভীসনের বিশ্বাস ঘাতকতায় সিরাজুদ্দৌলার খন্ডকাল স্বাধীনতা-রবি অস্তমিত হলে পলাশীর আমের বনে এলো বৃটিশ আর খানসেনাদের দিন স্বাধীনতা তুমি ক্ষনিকের অতিথি হয়ে কদাচিত এসেছিলে সবুজের শাড়িপরা বাংলার নিকুঞ্জে কতো শতো যুগ অন্ত হলে কতো হাত থেকে কতো হাত হয়ে রাজদন্ড নিজ রুপ দেখিয়ে গেলে স্বাধীনতা তুমি এলে ছায়াঘন শ্যাম বাংলাদেশে স্বর্ণগর্ভা পূণ্যভুমির কোলে স্বাধীনতা তুমি, যখন ছিলেনা এ মাটিতে প্রিয় পিতৃপুরুষেরা কালে কালে শাসিত হয়েছে কতো সত্ত্বঃ তমঃ শাসকের হাতে সহ্য করেছে কতো জুলুম অত্যাচার দেশমাতৃকার এই রত্নগর্ভা ভুমি নিরঙ্কুষ স্বাধীনতার স্বাধ পায়নি যে কভু স্বাধীনতা তাই, তোমার জন্য এ মাটির বীর্য্যশালী সন্তানেরা কালে কালে কতো বক্ষ শোনিত ঢেলে রাঙা করেছে মায়ের উষর বুক শতো হৃদয় কতো ব্যাথাদগ্ধ হলে স্বাধীনতা তুমি এলে ছায়াঘন শ্যাম বাংলাদেশে স্বর্ণগর্ভা স্বর্ণভুমির কোলে যতোদিন পূর্ব গগনের বুক চিরে রক্তিম দিবাকরের উদয় হবে যতোদিন বাতাস বইবে নীল সাদা এই গ্রহে যতোদিন ভাটিয়ালী সুর রইবে এই ভাটির দেশে যতোদিন ঝিলে ফুটবে শ্বেত শাপলা লাল পদ্ম যতোদিন কুঞ্জতরু শাখে পাখি গাইবে গান ততোদিন যেনো ওড়ে লাল সবুজের পতাকা ততোদিন যেনো থাকো নিরঙ্কুষ নিরন্তর হয়ে প্রাণপ্রিয় স্বাধীনতা তুমি ছায়াঘন শ্যাম বাংলাদেশে স্বর্ণগর্ভা জন্মভুমির কোলে প্রিয় স্বাধীনতা তোমায় অযুত প্রাণের নিযুত দোহাই লাগে আমাদের ছেড়ে যেয়োনা আর কভু হারাতে চাইনা তোমায় কোনদিন কোনকালে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.