ধরা পড়ছে, ধরা পড়ছে আয়নাতে চেহারা।
ধরা পড়ছে এক্সরে প্লেটে স্বপ্নখাদক কারা।
ধরা পড়ছে, ধরা পড়ছে- হাতকড়াতে হাত।
চলছে মাকু, চলছে জোরে ইতিহাসের তাঁত।
অনেক ছিলো নষ্টামি আর অনেকগুলো দিন-
তার ভেতরে ঘুরছে কালের কলের গানে পিন!
গানের অনেক রকম আছে- একাত্টরের গান!
স্বাধীনতার দিবস আসে, কে দেবে শ্লোগান?
মুখ খোলা তো বারণ, তাই কথা কোয়ো না কেউ।
শ্লোগান দেবে গাছের পাতা, নদীর জলে ঢেউ।
মানুষ আবার পলিমাটির দখল নেবে ফিরে।
মশাল জ্বেলে জাগছে ওরা আঁধার রাত্তিরে।
আর কতটা দীর্ঘ হবে অমাবশ্যার রাত!
শক্ত হাতে চালাও জোরে ইতিহাসের তাঁত।
লাল সূর্যের ছবি ফোটাও বয়ন করা বস্ত্রে-
স্বাধীনতার মন্ত্রে এবং একাত্তরের অস্ত্রে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।