আমি একজন বাঙ্গালি রমনী.......
প্রাচীন গানের স্তবক থেকে নাকি ভাষার সৃষ্টি । প্রাচীন সেই সমাজে সুরের হাতছানি পাওয়া গানের জন্য এক সমৃদ্ধ ইতিহাস । বাংগালী সঙস্কৃতির সাথে ওতোপ্রতো ভাবে জরিয়ে আছে সঙগীত- - রবীন্দ্র , নজরুল , লালন , পল্লী গান , জারি ,সারি ভাটিয়ারি আরো কতো নামহীন পরিচয়হীন সঙগীতের মিলনস্থল এই বাঙলা । অতি প্রাচীন কাল থেকে এখানে সঙগীত চর্চা হয়ে আসছে । তারই ধারাবাহিকতায় আজকে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান নিয়েছে ব্যান্ড সঙগীত ।
৬০ এর দশকে ব্যান্ড সংগীতের সূচনা ঘটে বাংলাদেশে ---- জিঙ্গাগোষ্ঠীর -- মাধ্যমে । চাটগায়ের এই দলটিই বাংলাদেশে ব্যান্ড গানের প্রনেতা । স্বাধীনতার পর আসে সোলস্ সহ আরো অনেক ব্যান্ড । ৮০ এর দশকে ব্যান্ডগুলো নিজস্ব গান নিয়ে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান নেয় । তৈরি হয় কিছু নতুন ব্যান্ড দল - ফিডব্যাক , মাইলস্ , রেনেসা ।
সোলস্ --- এটি বাংলাদেশের প্রাচীনতম পপ ব্যান্ড -যা বন্দর নগরী চট্টগ্রামে গঠিত হলেও পরবর্তীতে ঢাকায় স্থানান্তরিত হয় । সোলস এখন পযর্ন্ত দেশে-বিদেশে ৪০০০ টি কনসার্টে অংশ নিয়েছে । এদেরপ্রথম অ্যলবাম বের হয় ১৯৮৪ সালে ও সবশেষ অ্যলবাম ২০০৬ সালে । এখন অবাদি এদের ৭টি অ্যলবাম রিলিজ পেয়েছে ।
মাইলস্ - -১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো এ ব্যান্ডটি ।
১৯৯১ সালে বের হয় এর ১ম অ্যলবাম প্রতিশ্রুতি । আর ২৫ বছর পুর্তিতে এ বছর তারা বের করলো গানের অ্যলবাম প্রতিধ্বনি ।
৯০ এর দশকে আসে- এলআরবি , আর্ক ইত্যাদি ।
এলআরবি - - -১৯৯১ সারে লিটল রিভার ব্যান্ড নামে এলআরবি তার যাত্রা শুরু করে , মূলত শ্রোতাদের নতুন ধরনের সংগীত ও ছন্দ উপহার দেবার জন্য আইয়ুব বাচ্চু সোলসকে ছেড়ে এলআরবি ব্যান্ড তৈরি করেন -জয় , টুটুল ও স্বপনকে নিয়ে । ।
আইয়ুব বাচ্চু বাংলাদেশের ব্যন্ড সাম্রাজ্যের একজন পথিকৃত। তারমতো একজন মানুষ না আসলে হয়তো বাংলাদেশের ব্যন্ড সঙ্গিত এই অবস্থায় আসতো না।
আজম খানের হাত ধরে যে ব্রান্ড সংগীতের গোড়াপত্তন এদেশে তার সেই সম্রাজ্যে আঘাত হানলো নতুন ব্যান্ডগুলো । তবে এখনো সেখানে দাপটের সাথে বিচরণ করছে আইয়ুব বাচ্চু । তার সাথে সঙ্গী হয়ে আছেন জেমস্ ।
তবে এখন এ জগতটাকে ঘিরে রেখেছে - অর্থহীন , আর্টসেল , ব্ল্যাক , বাংলা , যাত্রী , আইকন , ওয়ারফেজসহ বিবিধ মেটাল ও রক ব্যান্ডগুলো ।
বাংলা - - ১৯৯৭ সালে যাত্রা শুরু করে আর ২০০২ সালে বের হয় প্রথম অ্যলবাম কিংকর্তব্যবিমূঢ় । এ ব্যান্ড মূলত গান করে বাউল গানকে উপজীব্য করে । এ দলের ভোকাল অনুশেহ , সে সহ দলের সবার সংগীত বিষয়ক শিক্ষা রয়েছে ।
ওয়ারফেজ - - বাংলা ভাষার শক্ত কথা ও শক্ত সুর নিয়ে তৈরি হয় এ ব্যান্ডটি ।
সম্প্রতি ১৯৮৪ সালে গড়ে ওঠা এ ব্যান্ডটি ২৫ বছর পুর্তি করেছে ।
আর্টসেল- - এটি হলো একটি মেটাল ব্যান্ড ; মূলত ১৯৯৯ সালের নভেম্বরে এ ব্যান্ডটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ।
আইকন -- আইকনস (ICONS) শব্দটির অর্থ হলো - Role Model ( এখানে মিউজিকের ক্ষেত্রে Role Model অর্থে ব্যবহৃত)। মিউজিকের ক্ষেত্রে এ শব্দটির ব্যবহার যারা প্রথম করেছে তারা হলো - ICONITES, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ALTERNATIVE ROCK ব্যান্ড আইকনস। ২০০১ সালে ভোকাল ও গিটারিস্ট মুনতাসির হোসেন রিজু, বেইজিস্ট ফয়সাল এবং ড্রামার নিটন মিলে একত্রে প্র্যাকটিস করতে শুরু করেন এবং শীঘ্রই তারা গিটারিস্ট জ্যোতিকে দলে নেন এবং গড়ে তোলেন ব্যান্ড 'আইকনস'।
মাত্র এক বছরের ব্যবধানে ২০০২ সালে মিক্সড অ্যালবাম 'দিনবদল' এ কাজ করার সুযোগ পেয়ে যায় 'আইকনস' এবং তাদের প্রথম সিঙ্গেল 'নিষ্পাপ অপরাধ' গানটা তুমুল জনপ্রিয় হয় তরুণদের কাছে।
এছাড়াও প্রতিনিয়ত ব্যান্ড গানের সম্রাজ্যে জন্ম হচ্ছে নতুন নতুন শিশুর যা বাংলা ব্যান্ডকে জনপ্রিয় করে তুলছে প্রতিনিয়ত ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।