দেশের সম্পদ দেশেই রাখুন
এই নিজজ খান পইড়া ব্যাফক আনন্দ পাইলাম। আফনেরা পড়েন...
হাসিনাকে বিষক্রিয়ায় হত্যাচেষ্টার অভিযোগে সাকা চৌধুরীর মামলা
সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহাম্মেদ, সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এবং সাবেক সেনাপ্রধান মঈন উ আহমেদসহ সাতজনের বিরুদ্ধে শেখ হাসিনাকে বিষক্রিয়ায় হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন বিএনপি সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী।
বুধবার সকালে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে দায়ের করা এই মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আট জনকে সাক্ষী করা হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিশেষ কারাগারে বন্ধী থাকা অবস্থায় শেখ হাসিনার খাদ্যে বিষ মিশিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিলো বলে প্রথম অভিযোগ করেন সংসদ উপনেতা সাজেদা চৌধুরী।
দুই সপ্তাহ আগে সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের সময়ে কারাগারে বন্দি থাকাকালে তাকে খাদ্য বিষ মেশানোর অভিযোগ করে বলেন,"আমাকে স্লো পয়েজনিং করা হয়েছিল।
"
সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট এ কে এম ফখরুল ইসলাম। দুপুরে মহানগর হাকিম এ কে এম ইমদাদুল হকের আদালতে শুনানি হবে।
অন্য বিবাদীরা হচ্ছেন- লে: জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, মেজর জেনারেল এ টি এম আমিন, ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল হক বারী ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন।
আর্জিতে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, "শেখ হাসিনা আমার সংসদ নেতা। তাকে হত্যা প্রচেষ্টা চালানো হয়েছে।
এজন্য আমি ক্ষুব্ধ হয়ে মামলাটি করেছি। "
সূত্রঃ বিডিনিউজ২৪ডটকম
মূল নিউজ দেখতে এখানে ক্লিক করেন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।