একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।
শুক্রবারে এক ইউএসএ ক্লায়েন্ট স্কাইপেতে আমাকে পেয়ে নক করে বসলো। মেজাজটা ভিলা হয়ে গেলো
আমাকে অনেকক্ষণ তেল মারলো। তারপর বললো তোমার সাথে কথা বলে মজা পাই। কাজ করে মজা পাই।
আমি ধন্যবাদ দিয়ে বললাম ঠিক আছে বাপ, পরে কথা হবে। মামু নাছোড়বান্দা আমারে ছাড়ার কোন নাম নাই।
মামু একটা কঠিন চিড়িয়া। কাজ শেষ করছি সেই কভে। পেমেন্টের নাম গন্ধ নাই।
তাই সবাই হের উপর ক্ষেপে আছে।
আমি ওরে কইলাম মামু আমি অহন বিজি আছি। এইডা আমার হলিডে তোমার লগে পরে কথা কমু। হেয় আমারে কয় তোমার কাছে দুই ঘন্টা সময় হবে
রাগে লিখলাম, 'No Halar Puth!'
ক্লায়েন্ট শুধাইলো, Halar Puth ??????????
আমি বললাম মামু হেইডা বুঝলানা। এইটা হইলো গিয়া বাংলাতে ধন্যবাদ।
মনে হইলো সে খুব খুশী হইলো। আমারে বাই বাই ঠা ঠা দিয়া চইলা গেলো।
কিছুক্ষণ পরে কলিগের ফোন পাইয়া টাস্কিত হইলাম। ঘটনা কিছুই না। আমার কাছ থেকে গিয়া মামু ধরছে আমার এক কলিগরে।
জিগাইছে কেমুন আছো? কলিগ ভালো কইয়া কইছে আপ্নার খবর কিতা? মামু কইলো Cool. Halar Puth!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।