আমাদের কথা খুঁজে নিন

   

বিরহী

আমি একজন অতি সাধারন মানুষ। সুন্দরের সন্ধানে ঘুরে বেড়াই জলে স্থলে অন্তরীক্ষে। এই ব্লগে প্রচারিত ধারাবাহিক উপন্যাস এবং কবিতা আমার নিজ ব্লগ নীল নক্ষত্রে প্রচার করছি।

আকাশ কেন ছেয়ে গেল মেঘে চাঁদ কেন হারালো ওই দূর বনে কোন বিরহী কাঁদে এমন দিনে একা নির্জনে। সহসা প্রশ্ন জাগে তাকে দেখেছি কি আগে নিশীথে কেন গোপন মনে তারি ছবি জাগে খুঁজে ফিরি মিছে তাকে কুয়াশা ঢাকা মনো বনে। চৈতী দুপুরে তরুলতার বনে ঝোপের ধারে জলায় ফোটা কচুরী ফুল তুলিতে ছিল সে আচল ভরে একা আনমনে ছলো ছলো আঁখি দুটি ছিল ব্যাকুল। বুঝি না সে এখনও রয়েছে বনের মাঝে নাকি মনের মাঝে ক্ষণে ক্ষণে ছায়া ভাসে অশ্রু ভেজা সাঁঝে হৃদয়ের গভীরে লুকানো আঁখি তারে খুঁজে স্মৃতির বাতায়নে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।