হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...
যদি যেতে চাও-
নিয়ে যেতে পারি আপদমস্তক এক বেদনা-বিহারে;
হৃদয়ের বিস্তৃর্ণ চর ঘুরে দেখাবো শুধু ধূ-ধূ শূণ্যতা,
দেখতে পাবে দেহের প্রতিটি শিরা-উপশিরায়
কষ্টের বাণ ডাকে মুহূর্মুহূ,
রন্ধ্রে রন্ধ্রে জেগে থাকে তাতে ব্যথার প্রলয়;
স্বপ্নবাজ ভালোবাসার বধ্যভূমিতে-
অনুভবের সমাধির সন্ধান দিতে পারি;
বেদনাতুর প্রত্যাখানের অমোঘ নিয়তি অংকিত থাকে
হৃতপিন্ডের দেয়ালে দেয়ালে।
হাত ছুঁলে পাবে- এক জনমের প্রতীক্ষা প্রহর... বাড়িয়ে দেয়া,
কার তরে... জানো না?
তবে জানতে চেয়ো না আর!
পা দু'খানা স্থবির... ভুল গন্তব্যের অবসাদে;
বিষন্নতার পায়রাগুলো ঠাঁই করে নিয়েছে-
বুক জুড়ে তৈরি করা খোপ-খোপ প্রকোষ্ঠে।
দু'চোখ অশ্রুবিহীন... খুঁজে পাবে এক মহাকালের খরা;
মস্তিস্কের প্রেমানুভূতির গ্রন্থি শুকিয়ে গেছে কবেই...
দেখলেই চেনা যায় যেন মৃত আগ্নেয়গিরি-
শীতল জমাট-বাঁধা সব আবেগের লাভা!
নাক-মুখ জুড়ে কষ্টের ঝাঁঝ...
দেখতে কি চাও?
তবে নিতে পারি ব্যবচ্ছেদিত দেহের এক দুঃখ-বিলাসী ভ্রমণে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।