শুক্রবার বিকালে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) আয়োজনে ‘সাম্প্রতিক প্রেক্ষাপটে বাংলাদেশের শ্রম পরিস্থিতি’ শীর্ষক সেমিনারে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে মহিউদ্দিন চৌধুরী বলেন, “সাংবাদিকের মেধাভিত্তিক শ্রম হলো জাতীয় উন্নয়নের রসদ। জাতীয় উন্নয়নের জন্য নারী-পুরুষ উভয় শ্রেণীর শ্রমজীবী মানুষের এগিয়ে যাওয়া পথে সকল কাটা দূর করতে হবে।”
শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হলে সব আমলাতান্ত্রিক জটিলতা দূর করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
সিইউজের সভাপতি শহীদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিউএজে’র সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার বক্তব্য রাখেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।