আমাদের কথা খুঁজে নিন

   

হেফাজতকে সমাবেশ করতে দেয়া হবে না: কামরুল

মতিঝিলে সমাবেশ করতে হেফাজতের অনড় অবস্থান প্রকাশের মধ্যে রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “হেফাজত যতই আস্ফালন করুক না কেন তাদের সমাবেশ করতে দেয়া হবে না। কারণ তারা সমাবেশের নামে আরেকটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। ”
পুলিশ অনুমতি না দিলেও হেফাজত সমাবেশ করার চেষ্টা করতে পারে বলে মনে করেন তিনি। এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।


২৪ ডিসেম্বর রাজধানীতে হেফাজেত সমাবেশের ঘোষণা দিলেও সেখানে একই দিন পাল্টা সমাবেশের ঘোষণা দিয়েছে গার্মেন্ট শ্রমিক সমন্বয় পরিষদ। নৌমন্ত্রী শাজাহান খান এই সংগঠনের আহ্বায়ক।
গত ৫ মে মতিঝিলে শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজত। ওই সমাবেশ রাজধানীতে তাণ্ডব চালায় তারা। সেদিন সহিংসতায় বেশ কয়েকজন নিহতও হন।


গত ৫ মে মতিঝিলে হেফাজতের তাণ্ডবের চিত্র। এরপর হেফাজতকর্মীরা মতিঝিলে টানা অবস্থানের ঘোষণা দিলে রাতে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের তুলে দেয়া হয়।
গত ৫ মে মতিঝিলে হেফাজতের তাণ্ডবের চিত্র।
কামরুল বলেন, “বিএনপি, জামায়াত-শিবির ও হেফাজত আলাদা না। তারা (বিএনপি-জামায়াত) হেফাজতকে নামিয়ে শাপলা চত্বরে সমাবেশের নামে আরেকটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে চায়।


“বিএনপি, জামায়াত, হেফাজত সাবধান হয়ে যান। আপনারা আগুন নিয়ে খেলছেন। এর ফল ভালো হবে না। এদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধে নামতে হবে। লড়াইয়ে নামতে হবে।


ঢাকা মহানগর ১৪ দলের ওই সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া মঙ্গলবার জোটের সমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের নিন্দায় পাকিস্তান পার্লামেন্টের প্রস্তাব নিয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নিরবতার প্রতিবাদে এই কর্মসূচি দিয়েছে ১৪ দল।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.