আমাদের কথা খুঁজে নিন

   

হেফাজতকে ঠেকানোর আহ্বান ইমাম-ওলামাদের

হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচিতে নাশকতার আশঙ্কা করছে বাংলাদেশ ইমাম-ওলামা সমন্বয় ঐক্য পরিষদ। একই সঙ্গে তাদের প্রতিহত করারও আহ্বান জানানো হয়েছে।
আজ সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান সংগঠনটির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন। ১৩ দফা দাবিতে আগামী ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম। এরই প্রেক্ষাপটে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


লিখিত বক্তব্যে ইসমাইল হোসাইন বলেন, ব্লগে আল্লাহ ও মহানবী (সা.)-এর বিরুদ্ধে কটূক্তিকারীদের শাস্তির দাবিতে আন্দোলন করছে হেফাজতে ইসলাম নামের এ সংগঠনটি। এরই মধ্যে কয়েকজন ব্লগারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিচার হওয়া পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ জানান তিনি। তিনি বলেন, হেফাজতে ইসলাম ও জামায়াত বাংলার মানুষকে গৃহবন্দী করে রেখেছে। তারা দেশের প্রচলিত আইনে বিশ্বাস করে না।

গৃহযুদ্ধের মাধ্যমে তারা দেশকে আফগানিস্তান বানাতে চায়।
ইসমাইল হোসাইন অভিযোগ করেন, আগামী ৫ মে হেফাজতে ইসলামের নামে জামায়াত-শিবির চক্র সারা দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন কওমি মাদ্রাসায় বোমা বানানোর জন্য অর্থ ও সরঞ্জাম সরবরাহ করছে। তাই তাদের প্রতিহত করতে ‘সুন্নতি লাঠি’ নিয়ে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে হেফাজতে ইসলামের মূল হোতাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা এবং কওমি মাদ্রাসাগুলোয় গোয়েন্দা নজরদারি বাড়ানোর আহ্বান জানান।


কওমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে ইসমাইল হোসাইন বলেন, কিছু স্বার্থান্বেষী মহল জামায়াত-শিবিরের অর্থের বিনিময়ে আপনাদের ভুল বুঝিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। তাই সব ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা পরিহারের আহ্বান জানান তিনি। একই সঙ্গে জামায়াত-শিবির ও হেফাজতে ইসলামকে পরিহার করতে প্রধান বিরোধী দলের প্রতি আহ্বান জানান ইমাম-ওলামাদের এই নেতা। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.