আমাদের কথা খুঁজে নিন

   

ঘড়ির কাটা না এগিয়ে কি ভাবে বিদ্যুত বাঁচানো যায় সেটা খুঁজে বের করতে হবে।

বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ।

সরকারের এই সিদ্ধান্তটি খুবই সময়োপযোগী এবং জনমতের প্রতিফলন ঘটেছে। তবে সরকারের উদ্দেশ্য ভাল ছিল। বিদ্যুত বাঁচানো অবশ্যই ভাল একটি কাজ।

ঘড়ির কাটা না এগিয়ে কি ভাবে বিদ্যুত বাঁচানো যায় সেটা খুঁজে বের করতে হবে। বিদ্যুত সাশ্রয়ের মূল কাজটি করতে পারেন বিদ্যুত বিভাগের কর্মীরা। তাদেরকে সৎ হতে হবে। মিটার রিডারগন যেন ১,০০০ টাকা ঘুষ খেয়ে ১০,০০০ টাকার বিল ৩,০০০ টাকায় পরিণত না করেন। তাদের এই অসততার সুযোগ নেয় সাধারণ গ্রাহকরা।

কর্মীরা সৎ হলে বিদ্যুত বিভাগের আয় বাড়বে। ব্যবস্থাপনা ভাল হবে। বিদ্যুতের উৎপাদনও বাড়বে। চোরাই লাইন বন্ধ করতে হবে। অবৈধ সব লাইন কে বৈধ করতে হবে।

কেউ যেন বিল ফাকি না দিতে পারে তার ব্যবস্থা করতে হবে। অফিস গুলোতে এমন ব্যবস্থা করতে হবে যাতে দিনের বেলা শত শত লাইট না জ্বালাতে হয়। সুর্যের আলোর ব্যবহার করতে হবে। সব ধরনের এসি খুলে ফেলতে হবে। রাতের বেলা বিভিন্ন অপ্রয়োজনীয় বাতি বন্ধ রাখতে হবে।

সরকারী অনেক অফিসে ছুটির পরও ফ্যান –বাতি বন্ধ করা হয় না। এই অভ্যাস পরিত্যাগ করতে হবে। ঢাকা শহরের রাস্তাঘাটে দিনের বেলায়ও শত শত লাইট জ্বলে। এগুলো বন্ধ করতে হবে। সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে।

সর্বোপরি দেশকে ভাল বাসতে হবে। আগামী প্রজন্মকে একটি সুন্দর দেশ উপহার দিতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।