আমাদের কথা খুঁজে নিন

   

নষ্ট ঘড়ির অচল বেলা

সময়ের আবর্তে বদলে যায় পৃথিবী, বদলে যায় মানুষের মন, আমি আমার মতো চাই পৃথিবীকে। এক শহরের এক কোণেতে রৌদ্র দুপুর পাখির ডাকের শেওলা দেয়াল হারিয়ে গেল হঠাত করে তরতরিয়ে চিলেকোঠার চড়ইপাখি অবুঝমনে স্বপ্ন জালে সেই দেয়ালের সঙ্গী হল। সেই শহরের প্রাণের ছোঁয়া কিশোরমেলা চঞ্চলতার ঘুড়ি ফেলে বিকেল আলোয় পথ ভুলে আজ ঘরের কোণে সঙ্গীহারা সবুজ ছেড়ে নষ্ট খেলা আঁধার কালোয় । মানুষগুলো সাহসহারা আজব জীবন সেই জীবনের ভাঁজে ভাঁজে কষ্ট ছায়া সময় গুলো নষ্ট ঘড়ির অচল বেলা সবই করে ভুলছে শুধু মাটির মায়া। স্বার্থ চেনা সেই সময়ের সঙ্গী হলাম সবুজ বাদাড় পাহাড় কেটে ঘর বনালাম নিজের মতো মরা দ্বীপের ছবি এঁকে আপনমনে অতীত ভুলে ঘর সাজালাম। সেই শহরের স্রোতস্বিনী খুন হয়েছে আমার হাতে দিন দুপুরে দেখল সবাই কী যায় তাতে কেউ কাঁদে না কাজ ভুলে সব নষ্ট ছবি করছে বাঁধাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.