আমাদের কথা খুঁজে নিন

   

ঘড়ির কাঁটা

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

ঘড়ির কাঁটা ঘড়ির কাঁটা যতই আগাও স্বভাব আমার তেমন, বোকা কাঁটা ঘুরবে শুধু রইবো ছিলাম যেমন। ঘণ্টা মেপে কাজ করিনা করি নিজের মতো, ফাঁকি দেবার রাস্তা খোলা পাহারা দেবে কতো? মাথামোটা আমলা যারা তারাই চেনে ঘড়ির কাঁটা, ইচ্ছেমতো এগিয়ে দিয়ে পেছন দিকে উল্টো হাঁটা। দিগ্বিদিক ছুটবে সবাই ঘড়ির কাঁটা লক্ষ্য করে, মুখথুবড়ে পড়বে তখন ট্র্যাফিকজ্যামে আটকা পড়ে। আলোর অভাব নেইকো মোটে অভাব চোখের দেখায়, পরের চোখে দেখলে সবই কে আর তাকে শেখায়! স্বভাব যদি হয়রে দোষের লাভ কি টেনে ঘড়ির কাঁটা, যেমন আছি রইবো তেমন আলোর পিছে শুধুই ছোটা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।