আমাদের কথা খুঁজে নিন

   

খোকার গল্প (আমরা যাকে শেখ মুজিব নামে চিনি) : তার বাবা-মায়ের মুখে

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

ইদানিং দৈনিক সংগ্রাম অফিসের তিনতলায় বেশ মজার মজার ইতিহাস লেখা হচ্ছে। সেগুলোর অনুলিপি আবার সামহোয়ার ইন ব্লগসহ আন্তর্জালেও বিলি-বন্টন চলছে। এসব কমেডি লেখক ও প্রচারকদের সমস্যা হলো জনগণকে তাদের মতো কাঠালপাতা সেবনকারী হিসেবে ভেবে নেওয়া। ভুলে যায় ভাতে-মাছে বাঙালী এসবের শক্ত জবাব দিতে জানে। এমনই একটা কমেডি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লিখেছেন সংগ্রামের সংগ্রামী ছাগুরা।

তার জন্ম পরিচয় নিয়ে এই কেলেঙ্কারিয়াস কাহিনীটা বেশ চলছেও ছাগুদের ম্যাতকারে ম্যাতকারে। তো দেখা যাক আসল কাহিনীটা আসলে কি রকম। ইদানিং বঙ্গবন্ধু প্রসঙ্গে অনেকের উইকি ঘেটে পাল্টা পোস্ট দেওয়া বাতিক দেখে ভাবলাম আগে দেখি উইকি কি বলছে : শেখ মুজিবুর রহমান তদানীন্তন ভারতীয় উপমহাদেশের বঙ্গ প্রদেশের অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ লুৎফর রহমান গোপালগঞ্জ দায়রা আদালতের সেরেস্তাদার (যিনি আদালতের হিসাব সংরক্ষণ করেন) ছিলেন এবং মা'র নাম সায়েরা খাতুন। চার কন্যা এবং দুই পুত্রের সংসারে তিনি ছিলেন তৃতীয় সন্তান।

তার বড় বোন ফাতেমা বেগম, মেজ বোন আছিয়া বেগম, সেজ বোন হেলেন ও ছোট বোন লাইলী; তার ছোট ভাইয়ের নাম শেখ আবু নাসের। গুরুত্বপূর্ণ যেটা, বঙ্গবন্ধু মোটেও শেখ লুৎফর রহমান ও সায়েরা খাতুনের প্রথম সন্তান নন। তার আগে আরো দুজন জন্ম নিয়েছেন। তার একজন ভাইও আছেন শেখ আবু নাসের নামে। যিনি তার সঙ্গেই মারা গেছেন।

আর ১৫ আগস্টের ঘটনাবলী সম্পর্কে যারা ওয়াকিবহাল তারাও এটা জানেন যে ভুলে নাসেরের লাশকেই বঙ্গবন্ধুর লাশ বলে কফিন মুড়িয়ে দাফন দিতে যাচ্ছিলো খুনীর দল। কারণ দুজনের চেহারার অবিশ্বাস্য মিল। তো সব মিলিয়ে সাদা পালে একটা কালো ভেড়ার গল্প পাত পায় না। যাক সেসব কথা। শোনা যাক বঙ্গবন্ধুর বাবা-মায়ের মুখেই কেমন ছিলেন তাদের খোকা (আমরা যাকে মুজিব নামে চিনি), কবে কোথায় জন্ম তার, কি ছিলো তার স্বভাব :


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।