আমাদের কথা খুঁজে নিন

   

রংপুরে হান্নান শাহ’র গাড়িতে হামলা, ভাঙচুর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ’র গাড়ি ভাঙচুর করা হয়েছে। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে রংপুর স্থানীয় বিএনপির আয়োজিত এক সমাবেশ থেকে ফেরার পথে এই হামলা হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গাড়িতে হামলাকারীরা ছাত্রদলের বিক্ষুব্ধ নেতা-কর্মী। তবে হান্নান শাহ হামলার বিষয়টি নিশ্চিত করলেও হামলাকারীরা ছাত্রদলের নেতা-কর্মী কি না, সে ব্যাপারে নিশ্চিত নন বলে জানান।
স্থানীয় বিএনপি সূত্র জানায়, আগামী ১৫ সেপ্টেম্বর রংপুরে বিএনপির সমাবেশ আছে।

সেই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা আছে।
ওই সভাকে সফল করতে আজ সন্ধ্যায় রংপুর শহরের আহার হোটেল মিলনায়তনে জেলা বিএনপির আয়োজনে অঙ্গসংগঠনগুলোর এক সভা ছিল। সেই সভার প্রধান অতিথি ছিলেন হান্নান শাহ। সভার শেষ পর্যায়ে রাত নয়টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আহসান হাবিবের নাম বক্তৃতা দেওয়ার জন্য ঘোষণা দেওয়া হলে হান্নান শাহ আপত্তি জানান। ওই সময় তিনি বলেন, যেহেতু সভা একেবারে শেষ পর্যায়ে তাই কারও বক্তব্য হওয়ার কথা নয়।

এ কথা বলার সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ কিছু ছাত্রদল নেতা-কর্মী সভাস্থল ছেড়ে চলে যান।
পরে সাড়ে নয়টার দিকে সভা শেষ হয়। থাকার জন্য হোটেল নর্থভিউয়ে যাওয়ার সময় রাত পৌনে ১০টার দিকে নগরের জাহাজ কোম্পানির মোড়ে বিক্ষুব্ধ কিছু নেতা-কর্মী হান্নান শাহ’র গাড়ির গ্লাস ভাঙচুর করেন। হামলার পর হান্নান শাহ আর ওই হোটেলে যাননি। পরে তিনি নগরের মাহিগঞ্জে স্থানীয় এক বিএনপি নেতার বাড়িতে আশ্রয় নেন।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।