mrchy_84@yahoo.com
পুকুরের বুকে শান্ত পানির ন্যায় স্তব্দ হয়ে থাকতে চাই না
চাই না আবার উত্তাল ঢেউ হয়ে জ্বলোচ্ছাসের রূপ নিতে
কোন শিল্পীর আঁকা ছবির ন্যায় স্থির কোন প্রতিবিম্ব হতে চাই না
চাই না রাজপথ কাঁপানো কোন আন্দোলনে রক্তের বন্যা বহাতে।
ক্ষুধা, দারিদ্র, অন্যায় অবিচারের রোষানালে পতিত হব বলে স্বাধীনতা চাই নি
চাইনি দেখতে গণতন্ত্রের অন্তরালে লুকিয়ে থাকা স্বৈরাচারের স্বপ্ন লালন
মায়ের বুকে হাহাকার আর ক্রন্দনরত অশ্রু দেখতে চাইনি
চাইনি যৌতুকের নির্লজ্জ প্রহসনে কোন নারীর আত্নহননের পথ বেঁছে নেয়া।
বিদেশী শাষক বিতাড়িত করে দেশীয় শোষকের কবলে পড়তে চাইনি
চাইনি বিদেশী প্রভুদের কাঙ্খিত স্বপ্নের নীল নক্সার বাস্তবায়ন
স্বাধীন ভূমির মাটিতে ঝরা অজস্র রক্ত মোরা চাইনি
চাইনি আন্দোলনের নামে প্রহসন করে জুলুম আর নির্জ্জাতন সহ্য করতে।
স্বাধীন দেশে চেয়েছি, মানবতার মুক্তি আর গণতন্ত্রের যাত্রা
পেয়েছি কি তা চাই না করতে হিসাব চাই কেবলি সুমহান বার্তা
জানি না কাঙ্খিত স্বপ্নগুলো সত্যি হয়ে ধরা দিবে কিনা
তবুও প্রত্যাশায় থাকি কাঙ্খিত স্বপ্নপানের স্বপ্নীল আহবানে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।