ক্ষুধার্ত কোডারের প্যাঁচাল
নতুন কিছু ফিচার আশা করছি:
১. কমেন্টে পেজিনেশন (তাতে লোডিং সময় কমে আসবে)
অথ্যাৎ সব কমেন্ট এক পাতায় না দেখিয়ে প্রতি পাতায় ১০-২০ করে কমেন্ট দেখানো। এবং এভাবে পরবর্তী পাতাগুলো চলতে থাকা।
২. অন্য ব্লগে করা নিজের কমেন্ট এডিট। কারণ অনেক সময়ই কমেন্ট করার পর দেখি বানান বা তথ্য ভুল হয়েছে। (অপব্যবহার রোধে টাইম লিমিট করা যেতে পারে। যেমন: কমেন্ট করার পর পরবর্তী ৫ মিনিট পর্যন্ত তা এডিট করা যাবে এর পর নয়
৩. আমি কোন কোন ব্লগে কমেন্ট করেছি তার একটা তালিকা
৪. কমেন্ট করার সময় দুইটা অপশন থাকা উচিত:
ক. কুইক কমেন্ট (বর্তমানে যেভাবে আছে) খ. এডভান্স কমেন্ট
এডভান্স কমেন্ট প্যানেলে ইমোটিকন, ছবি আপলোড, টেক্সট ফরমেটিং অথ্যাৎ ব্লগ লেখার সময় যেসব ফিচার থাকে সেগুলো
৫. প্রিয় ব্লগার নামে একটা সেকশন
৬. যেকোন টপিক সাবস্ক্রাইব করা। কারণ:
আমি হয়তো কারও কোন ব্লগ এন্ট্রিতে কমেন্ট করলাম। কিন্তু পরে সেটা খুজে পাইনা যে কার ব্লগে তা করলাম। কিন্তু সেক্ষেত্রে যদি সাবস্ক্রাইব করার অপশন থাকে, তাহলে অন্য কেউ ঐ ব্লগে কমেন্ট করলে সাবস্ক্রাইবড সবাইকে মেইলে জানিয়ে দেয়া হবে যে এ টপিকে একটা নতুন কমেন্ট এসেছে।
...............
...............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।