আমাদের কথা খুঁজে নিন

   

মনের খোলা জানালায়.....

বাংলার আলো-জলে ধূলো মেখে বেড়ে ওঠা মুক্তি

আমি তোমাতে মজিনি, ভূলিনি তোমার রূপে .........হারিয়েছি তোমার সহজ শান্ত চোথে......... আমি তোমার গুণে মাতিনি মজেছি তোমার সরলতাতে.... তারপর, ইদানিং বেপরোয়া হয়েছি তোমার সিঁড়ির মতো চুলে দিঘির মতো চোখে শ্যামা রংগের ত্বকে নিষ্পাপ চাহনি আর ফিকে হাসিতে.. এখন , চাই না তুমি মাতোয়ারা হও ফেয়ার পণ্যের বিজ্ঞাপনে চাই না তুমি হারিয়ে যাও অনেক লোকের ভীড়ে যেমন আছো তেমন থেকো যদি পারো , .............আমার হয়ো ।। আমি চাই না তোমায় আমার করে । তোমার মতো যদি তুমি বুঝে নিতে পারো মনের মতো করে যদি মনে নিতে পারো নিতে পারো আমায় তুমি তোমার মতো করে মনকে আমি জুড়িয়ে দেব তোমার মনের সাথে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.