বড় বেশী অবেলায় , যখন পথ হারিয়ে ফিরছিলাম নীড়ে । তোমার সাথে দেখা । পথ দেখিয়ে বলেছিলে , এই পাশেই আমি থাকি। খুব বেশী একটা কথা হয়নি সেই দিন। আবার দেখা হওয়ার কোন আশা ও রাখিনি।
পরিচয় ছিল অজানা।
আজ র্দীঘ দশ বছর পর আমাদের দেখা। প্রথমে কিছুটা পরিচিত পরিচিত মনে হলেও একটু পরে বুঝতে পারলাম , সেই ই তুমি। এই ভাবে দেখা ! কিছুটা আর্শ্চয হলাম। ভাবিনি একটুখানি পরিচিত কাউকে আমার স্মৃতিতে এখনো থাকবে।
স্মৃতি খোঁজে আবার একটু পিছিয়ে যাওয়া । সেই ছোট্র শহর । যেখানে সবাই সবাইর পরিচিত। শান্ত , সবুজ আকাঁবাকাঁ পথ। আমার প্রথম সেখানে যাওয়া , কিছুটা সময় অবসরে কাটানের জন্য।
সেই দিনই তোমার সাথে দেখা।
আজ কতটা সময় হল, কতদিন আগে সেই শহর স্মৃতিতে ফেলে এসেছি। আজ আবার আমি সেইখানে? না আজ তুমি আমার শহরে। ইচ্ছ হল এগিয়ে গিয়ে কথা বলি কিন্তু তুমি যদি আমাকে মনে করতে না পার!!! এই দ্বিধায় এগিয়ে যাওয়া হল না। সেমিনার শেষ করে তুমি যখন আমার সামনে দিয়ে চলে গেলে ।
তোমার চলে যাওয়া পথটা আমার বড় বেশী অচেনা মনে হল। আজ আবার জানা হল না তোমাকে, অসমাপ্ত রয়ে গেল পরিচয়। যে শহরে সবাই সবাইর পরিচিত ছিল, সেইখানে তুমি আমার অপরিচিত রয়ে গেলে।
আবার হয়ত এইভাবে দেখা হয়ে যাবে। এই শহরে বা অন্য কোথায়ও ।
হয়ত আবার কোন পথের ধারে। পথ হারিয়ে এই তোমার কাছে হয়ত জানতে চাইব, পথের ঠিকানা। সময় যদি আমাদের দেখার প্রথম ক্ষনে ফিরে যায় আবার , হয়ত তুমি বলবে , ” পাশেই থাকি”।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।