আজ কোন কোন টিভিতে আপনি গান পরিবেশন করবেন?
বেশ কয়েকটি টিভি অনুষ্ঠানে আমি গান পরিবেশন করছি। তার মধ্যে রয়েছে_ দেশ টিভিতে 'প্রিয় নজরুল', বাংলাভিশনে 'মোরা কুসুম হয়ে কাঁদি' একুশে টিভিতে 'নীল পায়রার গান' ইত্যাদি।
এ অনুষ্ঠানগুলোতে আপনি কোন ধরনের গান পরিবেশন করবেন?
আমি চেষ্টা করব নজরুলেন জনপ্রিয় গানগুলো পরিবেশন করতে। এ ছাড়া দর্শকদের অনুরোধের গানগুলোও গাইব। এবারের অনুষ্ঠানগুলোতে আমার সঙ্গে থাকছে কয়েকজন নতুন প্রজন্মের শিল্পী।
নতুন নজরুল সংগীত শিল্পীরা কেমন করছে বলে আপনি মনে করেন?
আমার কাছে মনে হয় যে পরিমাণে শিল্পী আধুনিক গানে আসছে সেই পরিমাণে শিল্পী নজরুল কিংবা রবীন্দ্র সংগীতে আসছে না। এর পেছনে বেশ কিছু কারণও আছে। তার মধ্যে অনেক শিল্পী মনে করেন নজরুল সংগীত অনেক কঠিন গান।
অনেকে মনে করেন, এ গান গেয়ে রাতারাতি স্টার হওয়া যায় না এবং এ গানের বাজার নেই। এমন নানা ধরনের কারণ আছে।
তার পরও বর্তমানে বেশ কিছু নতুন নজরুল সংগীত শিল্পী আসছে। তাদের মধ্যে অনেকে ভালো করছে। আমি একটা কথা নতুনদের বলতে চাই, আমরা যতই আধুনিক হই না কেন, নজরুলের গানের কথা বা সুর পরিবর্তন করার কারও অধিকার নেই।
অডিও প্রতিষ্ঠানগুলোও নজরুল সংগীত কিংবা রবীন্দ্র সংগীতে কোনো পৃষ্ঠপোষকতা করছে না।
অডিও প্রতিষ্ঠানগুলোর কাছে গেলে তারা আমাকে বলে 'আপা নজরুল সংগীতের অ্যালবাম এখন চলে না।
আপনি একটি ফোক গানের অ্যালবাম করেন। আমি প্রকাশ করে দেব। ' এ সময়ে এসে কোনো অডিও প্রতিষ্ঠানের কাছ থেকে এমন একটি কথা শোনা আমার মতো একজন শিল্পীর জন্য কতটা কষ্টের তা বুঝাতে পারব না।
টিভি চ্যানেলগুলো কি আপনাদের সঠিক মূল্যায়ন করছে বলে আপনি মনে করেন?
টিভি চ্যানেলগুলোর কথা আর কী বলব। আমাদের দেশে এখন বেশ কিছু বেসরকারি টিভি চ্যানেল আছে।
তারা প্রতি বছর বিশেষ দিবসে বিভিন্ন গানের অনুষ্ঠান করে থাকে। সেইসব গানের অনুষ্ঠানে শিল্পীদের যে পরিমাণে টাকা দেওয়া হয়, নজরুল কিংবা রবীন্দ্রনাথের বিশেষ দিবসে আমাদের সেই পরিমাণে টাকা দেওয়া হয় না। আর এর কারণ জানতে চাইলে তারা আমাদের বলে, 'আপা বিজ্ঞাপন প্রতিষ্ঠানগুলো আমাদের নজরুল কিংবা রবীন্দ্রনাথের অনুষ্ঠানে বেশি টাকা দিয়ে রাজি হয় না। ' এমনি করে যদি সব প্রতিষ্ঠান আমাদের থেকে মুখ তুলে নেয়। আমাদের এ শিল্পেও আর নতুন কোনো শিল্পী আসবে না।
এবার একটু পেছনের কথা জানতে চাইব, নজরুল সংগীতের ওপর আগ্রহ জন্মাল কীভাবে?
সংগীতের প্রতি আগ্রহ কিংবা নেশা যাই বলেন, আমি মনে করি এটা আমার জন্মগত। আমি ছোটবেলা থেকে ক্লাসিক শিখতাম। আর ছোটবেলা থেকেই নজরুলের গানের প্রতি একটা ঝোঁক তৈরি হলো। তাছাড়া বাবাও চাইতেন, আমি যেন নজরুল সংগীত গাই। এছাড়া আমার বাবা গান গাইতেন।
দাদুবাড়িতেও গান শোনার চল ছিল। আমার দাদার একটি গ্রামোফোন ছিল, তাতে আমি গান শুনতাম এবং সঙ্গে সঙ্গে গাইতাম।
আপনি কাদের দ্বারা প্রভাবিত হয়েছেন?
আমার চিন্তা-চেতনা, মননে যাকে ধারণ করেছি, তিনি হলেন ফরিদা খানম। যার দ্বারা আমি ভীষণ রকম প্রভাবিত হয়েছি। আর ফিরোজা বেগম আমার স্বপ্নের মানুষ।
আমি দীর্ঘদিন জানতাম তিনিই একমাত্র শিল্পী এবং আমার বাবাও তা-ই বিশ্বাস করতেন। ফিরোজা বেগম আমার জীবনে একটা অন্যরকম জায়গা ধারণ করে আছেন।
নজরুলের চেতনা আপনাকে কীভাবে প্রভাবিত করে?
আমি বিস্ময় নিয়ে তার কথা চিন্তা করি। একজন কবি কীভাবে সমাজে এত প্রভাব বিস্তার করতে পারে। ইংরেজ উপনিবেশ থাকাকালে তিনি তার লেখনীর মধ্যে কীভাবে অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে লড়তে পারেন, কীভাবে একজন কবি এসবের বিরুদ্ধে বিদ্রোহ করেন।
এগুলো ভাবলে আমি অবাক হই। আমি বিশ্বাস করি যিনি প্রেমিক তিনি বিদ্রোহী। তিনি সারা জীবন মানুষকে উদ্বুদ্ধ করে যাবেন।
* আলী আফতাব
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।