"সময়ের অতল গহ্বরে মিলিয়ে যাওয়া শেষ আলোক রশ্মি" They change their body, not soul ….. এই কথাটা মুভিগুলোর ক্ষেত্রে খাটে । তবে অবশ্য চরিত্র, অভিনয় এবং পরিচালনায় পরিবর্তন দেখা যায় । তাহলে দেখা যাক ঝাঁপিতে কি কি আছে ……….
1.The Departed (2006) :
দুজন কপস পরস্পরের বিপরীত ক্ষেত্রে অবস্থান করে একজন আরেকজনকে ফাইন্ড আউট করার চেষ্টা করে । একজন মিশে যায় গ্যাংস্টারদের দলে আর আরেকজন একই ভাবে পুলিশ ডিপার্টমেন্টে থেকে ইনফরমেশন সাপ্লাই দেয় গ্যাংস্টারদের । অনেক ভালো লাগা একটা মুভি ।
ক্যাপ্রিও, ম্যাট ডেমন আর মার্ক ওয়ালবার্গ এর উপস্থিতি সহ আছেন জ্যাক নিকলসন । তাই মুভিটি আরো স্পেক্টাকুলার লেগেছে ।
এই অসাধারণ মুভিটি নেওয়া হয়েছে হংকং এর Infernal Affairs (2002) মুভি থেকে । একই কাহিনী একই প্লট ।
2.I Am Legend ( 2007) :
উইল স্মিথের অসাধারণ সাই ফাই একটা মুভি ।
ভবিষ্যৎ পৃথিবী । বিষাক্ত ভাইরাসের প্রভাবে সব প্রাণীরা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে । ডি এন এ চেঞ্জ হয়ে একেকজন ভয়ংকর জম্বি টাইপ হয়ে যাচ্ছে । পৃথিবীতে একমাত্র মানুষ বলতে সেই আছে এখন । আর আছে তার একটি কুকুর ।
অরিজিনাল মুভি হচ্ছে The Last Man on Earth (1964) । আংশিক ইতালিয়ান ।
3.Insomnia ( 2002) :
বস ক্রিস্টেফার নোলানের ফিল্ম । আল পাচিনো, হিলারি সোয়াংক অভিনীত দুর্দান্ত সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম । শুরুতে দেখা যায় একজন গোয়েন্দা খুনের তদন্ত করতে এসে মিস্টেক করে ফেলেন, বলা ভালো ক্রাইম করে ফেলেন ।
তারপর থেকে শুরু হয় তাঁর ইনসোমনিয়া ।
মুভিটির অরিজিনাল ফর্ম হচ্ছে নরওয়ের থ্রিলার ফিল্ম Insomnia (1997)
4.The Ring ( 2002) :
এটি একটি সাইকোলজিক্যাল হরর ফিল্ম । একজন জার্নালিস্ট একটি ভিডিও টেপ পায় । টেপটি যে দেখে তার মৃত্যুর দিনক্ষণ ঠিক হয়ে যায় । ঠিক সাতদিন পরে তার মৃত্যু ঘটবে ।
দুর্ভাগ্যবশত ওর ছোট্ট ছেলেটা একদিন টেপটা লাগিয়ে দেখে ফেলে । জার্নালিস্টের চরিত্রে অভিনয় করেন নমি ওয়াটস।
হরর এই মুভিটি নেওয়া হয় জাপানী মুভি Ring (1998) থেকে ।
5.The Tourist ( 2010) :
জনি ডেপ আর এঞ্জেলিনা জোলির চমৎকার রোমান্টিক থ্রিলার ফিল্ম । তাদের দুজনের পরিচয় হয় ট্রেনে, আর এই পরিচয় থেকেই পরিণয় ।
শেষ পর্যন্ত এর পরিণতিও খারাপের দিকে মোড় নেয় । জোলির স্বামী থাকে কুখ্যাত ক্রিমিনাল আর ঐদিক দিয়ে শত্রুপক্ষ এবং গোয়েন্দা ডিপার্টমেন্ট মনে করে এটাই সেই কাংক্ষিত ব্যাক্তি ।
আসল মুভিটি হচ্ছে একটি ফ্রেঞ্চ মুভি Anthony Zimmer (2005 ) .
6.The Girl with the Dragon Tatto ( 2011) :
এক জন বিখ্যাত জার্নালিস্ট প্রাইভেট ইনভেস্টিগেশনে নামে । কেইস হচ্ছে একজন নামকরা ধনকুবেরের ভাতিজীর গুম হওয়ার রহস্য উদঘাটন করতে হবে । যে কিনা হারিয়ে গিয়েছিল চল্লিশ বছর আগে ।
তদন্তে সে এক দক্ষ ও নিপীড়িত হ্যাকারের সাহায্য নেয় । কেঁচো খুড়তে গিয়ে দেখা যায় অজগর বের হয়ে আসে । মূল চরিত্রে অভিনয় করেছেন ডেনিয়েল ক্রেইগ ।
মূল সিনেমাটি বানানো হয়েছে একটি নোবেল থেকে । সুইডিশ এই সিনেমাটি হচ্ছে The Girl with the Dragon Tatto (2009) ।
*******************
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।