আমাদের কথা খুঁজে নিন

   

বিয়ের মাথায় পাতার টোপর- ০৩


পথ চলা শাদা ছড়ি ঘুঙুর বেঁধেছে তাহাদের লাল পায়, আর গুটি গুটি হেঁটে হেঁটে শাদা ছড়িরা যায়। এ ভাই, যার যেদিকে মন চেয়েছে যাক, সরাসরি পথের শেষে একটুখানি বাঁক। পথ গিয়াছে তবে মাঠের দিকে নদির দিকে, গাঁও নগরের পথ গিয়াছে সকল এঁকেবেঁকে। হে ভাই! আকাশ পেরনো পথ গিয়াছে যদ্দুর, পথ চলেছে শাদা ছড়িরা মাথার উপর রোদ্দুর। শাদা ছড়িদের মাথার উপর রাত্রি আর দিন, মাথার পর তাহাদের একটুখানি ছায়া দিন। শাদা ছড়ি ঘুঙুর বেঁধেছে তাহাদের লাল পায়, হেঁটে হেঁটে ঘুঙুরের দিন চলে যায় রাত যায়। ১৮.০৩.২০১০, ঢাকা।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.