আমাদের কথা খুঁজে নিন

   

বিয়ের ৪ বছর পুরন হল আজ...


শুরুতেই সবার নিকট ক্ষমা চেয়ে নিচ্ছি একান্ত ব্যক্তিগত ব্যাপার শেয়ার করার জন্য। আসলে সামুর সবাইকে একই পরিবারভুক্ত মনে করি বলেই শেয়ার করলাম। তাছাড়া সবার নিকট দোয়া কামনার সুযোগটা হাতছাড়া করলাম না। প্রযুক্তি আমাদের সবাইকে বিনিসুঁতোর মালা গাঁথার মতো বেঁধেছে আজ। আজ আমাদের বিয়ের ৪র্থ বার্ষিকী পুরন হল।

আমার ছেলে শাবিব (৩ বছর) সারাদিন ঘর মাথায় নিয়ে রাখে। খুব চঞ্চল ও দুষ্ট প্রকৃতির হয়েছে, একেবারে আমার উল্টো। সে ইদানিং কার্টুন ছবির পোকা হয়েছে। "বাগস লাইফ" দেখে বলে--"আব্বু ছোটো ছোটো পিঁপড়া, বিতল আছে না, ওরা খাবার খুজতেছে, খাবার জন্য খাবে না, এই জন্য খুজতেছে। " "ডেস্পিকেবল মি" দেখে-- ছোটো ছোটো রোবট এর কাজ কারবার দেখে নিজে নিজে হাসতে হাসতে পেটে খিল ধরায়।

"লাইওন কিং" দেখে বলে-- "আব্বু আকুনু মাতাতা কি করে?" রবিনহুড দেখে বলে--- "ওঁ, মারতেছে, মারতেছে, তির মারতেছে রবিনহুধ"।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.