আমাদের কথা খুঁজে নিন

   

বিয়ের ৫ম বছরে সাবধান !

জানতে চাই........

বিয়েকে বলা হয় দিল্লী কা লাড্ডু। এটি নাকি যে খায় সেও পস্তায় আর যে না খায় সেও পস্তায়। কিন্তু বিয়ের পর কোন সময়টা সবচেয়ে সুখের হয়! কোন সময়টাই বা সবচেয়ে কঠিন হয়! চায়ের কাপে ঝড় তোলার মত বিতর্ক এটা। সেই প্রশ্নের একটা আপাত বিশ্বাসযোগ্য উত্তর দিল এক সমীক্ষা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ২০০০ বিবাহিত মানুষদের বিভিন্ন রকম প্রশ্নের পর জানানো হল এক তথ্য।

যাতে বলা হল বিয়ের পর তৃতীয় বছরটা নাকি সবচেয়ে সুখের হয়। আর সবচেয়ে কঠিন সময়টা হলো বিয়ের পর পঞ্চম বছর। আবার দেখা গেছে, সাত বছর একসঙ্গে কাটিয়ে দিতে পারলেই ডিভোর্সের ভূত নাকি তাড়ানো অনেক সহজতর হয়। কিন্তু কেন তৃতীয় বছরটাকে সবচেয়ে বেশি সুখের সময় বলেছেন বিবাহিতরা। দুই হাজার জনের মধ্যে অন্তত ৬০ ভাগ বলেছেন, প্রথম বছরটা কেটে যায় নতুন একটা সম্পর্ককে বুঝতে, তার পরিববারকে বুঝতে, এমনকী সেই মানুষটা বুঝতে।

দ্বিতীয় বছরটা যায় সবকিছু বুঝে পছন্দের মানুষটার সঙ্গে আর তার পরিবারকে বুঝে চলে পদক্ষেপ নিতে। আর ঠিক তৃতীয় বছরে পাওয়া যায় সেরা ভালবাসা, উজাড় করে দেয়া যায় নিজেকে। কারণ তৃতীয় বছরেই নাকি সম্পর্ক আর ভালোবাসার শুরুটা হয়। তবে দু’বছর পরের সময়টাকেই সবচেয়ে কঠিন বলছেন সমীক্ষা করা দুই হাজার বিবাহিতরা। যুক্তি হিসেবে তারা বলছেন, ওই বছরটা কাটানো সবচেয়ে কঠিন কারণ অদ্ভূত এক ক্লান্তি আর অবসাদ নাকি তখন গ্রাস করে বসে।

সমীক্ষায় দেখা যাচ্ছে ৫০ শতাংশ মানুষ বলেছেন, বিয়ের দিনটাই তাদের কাছে সবচেয়ে সুখের। ২০ শতাংশ বলেছেন তারা ঠিক বুঝতে পারেননি বিয়েটা এতটা কঠিন একটা ব্যাপার। অনেকেই বলেছেন, বিয়ের পরদিন থেকে ভালবাসা অনেক কমে যায় বিস্তারিত ও তথ্য সুএ: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.