আমাদের কথা খুঁজে নিন

   

বদলে যাচ্ছে বিয়ের ফটোগ্রাফির ধরণ! - বিয়ের ছবি

ধুর যারা আগে মিসাইছেন, তাগোর জন্য..... . . . . . . . . . . . . . বিয়ে! আহারে! শুনলেই কেমন করে। ব্যাচেলরদের স্বপ্ন, আর কৌতুক মতে বিবাহতদের দু:স্বপ্ন। স্বপ্ন বা দু:স্বপ্ন যাই হোক না কেন, সবাই চায় তার বিয়ের সেই মহেন্দ্রক্ষণ বা ধ্বংস্বযোগ্য হবার দিনটিকে চির স্বরণীয় করে রাখতে। আর এর জন্য অনেকেই করে বিভিন্ন কাজ! কেউ বা আকাশে, কেউবা পানিতে বিয়ে করে রেকর্ড করার চেষ্টা চালায়। তবে যে যাই করুক না কেন, সেই স্মৃতি ধরে রাখার জন্য চলে ছবিতোলা, আর ভিডিও করা। তবে সবাই বেশি জোর দেয় ছবির প্রতি, কারণ ছবি যেকোন খানে দেখান সহজ। কিছুদিন আগেও যখন প্রেমের বিয়ের থেকে এরেঞ্জড ম্যারেজ বেশি ছিল, তখন দেখা যেত বর-বউ মোটামুটি নাস্তানাবুদ অবস্থায়! লজ্জায় মরি মরি দশা। কিন্তু সময়ের সাথে সাথে সবই বদলায় যাচ্ছে! শহরের দিকে যেহেতু বেশির ভাগই আগে থেকে প্রেম করে বিয়ে করছে, তাই তাদের মধ্যে আর আগের সেই জড়তাটা থাকে না বললেই হয়। এখানে তিনটি ছবি দিলাম, আর সাথে আরও কিছু ছবির লিংক! এখানে দেওয়া ছবিগুলার সবকটিকেই ফটোগ্রাফাররা বলেন 'প্রিওয়েডিং ফটোগ্রাফী', অর্থাৎ ছবিগুলি সবই বিয়ের আগেই তোলা। ছবিগুলি দেখলেই বুঝবেন যে বিয়ের আগেই ছেলে-মেয়ে কতটা মিলে মিশে ছবি তুলছে..... এইখানে আর ছবি আছে... বেশ অনেকগুলিই সুন্দর... ১. বিয়ের আগেই ঠিক করা যায়গায় গিয়ে দুইজনে মিলে মজার মজার ছবি... ২. ছবিটা দেখে মনে হতে পারে এটা বিয়ের ছবি না, কিন্তু বিশ্বাস করে, এইটাও বিয়ের ছবি... ৩. ইয়া মাবুদ... বিয়ার আগেই মাথাডারে ফুডা করবার হুমকি... এইখানে আর ছবি আছে... বেশ অনেকগুলিই সুন্দর... আশাকরি ভাল লাগবে....

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.