সাম্প্রতিক সময়ে " Apple" অনেক ঘটা করে বাজারে ipad ছাড়ার ঘোষনা দেয়। আগামী এপ্রিলের শেষ দিকে ক্রেতার হাতে পাওয়া যাবে আশা করা যায়! ১.৫ পাউন্ড ওজনের, ৯ ইন্চি স্ক্রিনের এটা নেট ইউজ কারীদের জন্য নতুন অধ্যায়ের সুচনা করবে বলে আশা করা হচ্ছে। একই সময়ে ভারতে কয়েকজন তরুন আই আই টি গ্রাজুয়েটের গড়া নতুন company "Notion Ink" বাজারে ছাড়ছে "Adam" যাকে iPad এর প্রতিযোগি হিসাবে ভাবা হচ্ছে । "Adam" বাজারে আসছে জুনের দিকে। দুটোর তুলনা মুলক ফিচার নিচে দেয়া হলো:
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।