মাঝে মাঝে অস্তিত্ব জানান দেয়াটা জরুরী হইয়া পড়ে। তাই আমি জানান দিলাম আমি আছি, এহনো মরি-নাই।
শালার ব্লগ। সবে এক্কান কমেন্ট করছি কি করি নাই। মাইনাস দিতে গেছি কি যাইনাই কয় এক্কান ভুল পাওয়া গেছে।
এই ভুলের নিকুচি করি আমি। এই ব্লগে এই পইলা কোন ছাগু/ছাগীর হাতে এই পইলা ব্যান। আমি কি আর জানি ওৎ পাইতা থাকা শিয়ালের পাল্লায় পরা কি জিনিস। মনের সুখে কমেন্টা লেইখা মাইনাস দিবার গেলাম পারলাম না। ভুল!! আবার চেস্টা করবার যামু ক্য় অনুমতি নাই।
না পারলাম না। এত তড়িৎ কায়কারবার। লাফানোর এইডাই সময়, যা দ্রুত ফুড়াইতাছে। সময় হইছে রে, আর কয়ডা দিন! হেরপর আকাশ বাতাশ ভারী হইবো ম্যাতকারে। আহ...
কুকুর ছানা(ওয়ামী) বাপ রাজাকার।
এইডা কলি হইলেও ঘোর কলি না। তাই রাজাকার কওয়ার পর সেই রাজাকার বা তার কুকুর ছানার শিনা উচু কইরা গাল বাড়াইয়া দিতে হইবো যেন টাইনা জুতা বহাইয়া দেওন যায়।
মনে থাকলে ভালো না থাকলে মনে করাইয়া দেওয়া হইবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।