আমাদের কথা খুঁজে নিন

   

বিএসএফ এ কি শুরু করল! মাগার দেশ কি তাদের বাপের দেশ মনে করে।


সিলেটের জৈন্তাপুর সীমান্তে রোববার ভারতীয় সীমান্ত রক্ষীদের সঙ্গে বিডিআরের গুলিবিনিময় হয়েছে। এতে দুই বাংলাদেশি আহত হয়েছে বলে জানিয়েছেন ২১ রাইফেলস ব্যাটালিয়নের প্রধান (সিও) লেফটেন্যান্ট কর্নেল খন্দকার জহিরুল আলম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জৈন্তাপুরের শ্রীপুর ও ডিবির হাওড় এলাকায় সকাল ১০টার দিকে বিএসএফের একটি দল বাংলাদেশের ৩০০ মিটার ভেতরে ঢুকে মাছ ধরার চেষ্টা করে। "ওই সময় বিডিআর তাদের সরতে বললে তারা গুলি চালাতে শুরু করে। গুলিতে আহত হয় বাংলাদেশি দুই নাগরিক।

" তখন বিডিআরও গুলি চালালে বিএসএফ সদস্যরা পিছু হটে। বিএসএফ সদস্যদের এলোপাতাড়ি গুলিতে আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আব্দুর রহমান, বাড়ি জৈন্তাপুরের আসামপুর গ্রামে। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপরজন নারী।

তার পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে তাকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে স্থানীয়রা জানায়। বিডিআর কর্মকর্তা জহির বলেন, এ বিষয়ে পতাকা বৈঠকের আহবান জানানো হলেও দুপুর পর্যন্ত বিএসএফের সাড়া মেলেনি। এর আগে গত ৪ ফেব্র"য়ারি একই স্থানে গুলি চালিয়ে এক বিডিআর সদস্যকে হত্যা করে বিএসএফ। লাশ নিয়ে যাওয়ার একদিন পর তা ফেরত দেয় তারা।

-----------------------বিডিনিউজ
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.