আমাদের কথা খুঁজে নিন

   

ভাসমান ’উত্তম নারী’

"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"

আছি ইতঃস্তত ভাসমান, শরীরে জড়ানো সফেদ পাঞ্জাবী নানাবিধ রঙে জর্জরিত মেরুদন্ডে তবু বাসা বাঁধে না ভয়ের স্রোত ভাসাই না দু’চোখে ব্যথার জলযান। নিজের মনোভাবকে গুপ্তহত্যা করে ফেলে দেই আঁধার টানেলের শেষভাগে, শত্রুরা বরাবর জয় নিয়ে দৌঁড়েছে আগে আমি দ্বিধান্বিত সত্য এবং সম্ভবের গোড়াপত্তনে কখনোই ছিলাম না, ঈষত ব্যথিত হয়ে লেন্সের চশমা মুছে শুধু ’একা আছি’, কতটুকু সত্য ধরি অশুভের বিপরীতে! এই ভেবে গহন নিদ্রার মাঝেও উঠি কেঁপে । কোনকিছুতে মন লাগে না। বেজায় ক্লান্ত থাকি।

কবিতাটা জঘণ্য হয়েছে। ঠিকঠাক করতে মন চাচ্ছে না। "পান্থ বিহোস" কই?? এটাকে একটু এডিট মেরে দেন। এমন একটা জায় গায় গিয়ে কয়েকটা দিন মনের মানুষ নিয়ে লুকিয়ে থাকতে পারতাম! রোমকূপে, চোখের পাপড়িতে, ভ্রুতে শ্রান্তি আর শ্রান্তি। হাড়ের ভাজে ভাজে ন্যূব্জতার দামামা।

আমাকে আমি ছাড়া কে ছুটি দিতে পারে?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।