রাজাকার আর তাদের উত্তরসুরিদের ঘৃণা করি
তুমি প্রবাহমান নদী
আমার প্রেম তাতে
জেগে থাকা চর
সেই চরে তুমি
অন্যকে ধারন করে
আমাকে করেছো পর।
যে চরে থাকেনা মানুষ
তা হয়ে যায় বেদখল
আমার হৃদয়ের প্রতিটি
কণায় গড়া যে চর
করে নিল কে দখল।
যে চর তুমি ধারন করেছ
তাতে তুমি দাওনি প্রাণ
পাড়ে পরে থাকা আমার
ভালোবাসা ভেঙ্গে ভেঙ্গে
তুমি করে দিলে ম্লান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।