http://www.facebook.com/Kobitar.Khata
ফালু ভাইয়ের কথা মনে আছে? ঐ যে, ত্রাণের টিন, বিস্কুট থেকে শুরু করে রাষ্ট্রের তাবত জিনিস যিনি নিজের বলে মনে করতেন এবং নিজের বাড়িতে নিয়ে যেতেন। যার হাসিতে মুক্ত ঝরে। সেই হাসি দেখে নাকি রাঙ্গাভাবীও মুগ্ধ হতেন। নিন্দুকেরা বলে রাঙ্গাভাবী নাকি কখনও তাকে ছাড়া দূরে থাকতে পারতেন না। ফালু হজ্ব করেছে কতবার? রাঙ্গাভাবী করেছে যতবার ততবার। এমন একটি কথাও নিন্দুকদের মাঝে প্রচলিত আছে? ফালুকে আজকাল খুব একটি মিডিয়াতে দেখা যায় না। আমার খুব জানতে ইচ্ছে করে সেই ফালু এখন কোথায় আছে কেমন আছে?
বঙ্গবন্ধু ক্রমাগত নিচের দিকে নামিতেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।